ডেস্ক রিপোর্ট

২১ অক্টোবর ২০২৩, ৬:৪১ অপরাহ্ণ

লিডিং ইউনিভার্সিটির শিক্ষকদের বহিষ্কারাদেশ প্রত্যাহার না করায় উদ্বেগ, পূজার পর কর্মসূচি

আপডেট টাইম : অক্টোবর ২১, ২০২৩ ৬:৪১ অপরাহ্ণ

শেয়ার করুন

সিলেট প্রতিনিধি: সিলেটের বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটির দুই জন সম্মানিত শিক্ষককে বেআইনিভাবে বরখাস্ত করার প্রতিবাদে এবং অবিলম্বে উক্ত বেআইনি নোটিশ বাতিলের দাবিতে সম্মিলিত নাগরিক সমাজের পক্ষ থেকে ঘোষিত আল্টিমেটাম ইতিমধ্যে অতিবাহিত হলেও এখনো পর্যন্ত বেআইনি নোটিশ বাতিল না হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সম্মিলিত নাগরিক সমাজের নেতৃবৃন্দ।

শনিবার (২১ অক্টোবর) গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে সম্মিলিত নাগরিক সমাজের পক্ষে জাসদ সিলেট জেলা শাখার সভাপতি লোকমান আহমদ, শারদীয় দুর্গাপূজা উৎসবের পরে লিডিং ইউনিভার্সিটির দুই জন সম্মানিত শিক্ষক অধ্যাপক জেরিনা হোসাইন ও সহযোগী অধ্যাপক রাজন দাশকে বেআইনিভাবে বহিষ্কারের নোটিশের প্রতিবাদে প্রতিবাদী কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান।

শেয়ার করুন