ডেস্ক রিপোর্ট
১ জুন ২০২৪, ১০:০৩ অপরাহ্ণ
অধিকার ডেস্ক: বাম গণতান্ত্রিক জোট খুলনা জেলার নেতৃবৃন্দ বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ মদদে ইসরায়েল ফিলিস্তিনের হাজার হাজার নিরীহ জনগণকে হত্যা করছে।
নেতৃবৃন্দ এই নৃশংস গণহত্যার তীব্র প্রতিবাদ ও নিন্দা করে বলেন, এই গণহত্যার বিরুদ্ধে বিশ্ববিবেক আজ জাগ্রত করতে হবে।
নেতৃবৃন্দ বলেন, নির্বিচারে শিশুহত্যা কোনো মানুষের কাজ হতে পারে না। পৃথিবীর মানুষকে গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের সংগ্রাম জোরদার করার জন্য সোচ্চার হতে হবে।
বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি অংশ হিসেবে আজ ১ জুন ’২৪ শনিবার বিকেল সাড়ে পাঁচটায় নগরীর পিকসার প্যালেস মোড়েখুলনা জেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত সংহতি সমাবেশে বক্তারা এসব কথা বলেন।
বাম গণতান্ত্রিক জোটের খুলনা জেলা সমন্বয়ক ও সিপিবি খুলনা জেলা কমিটির সভাপতি ডা. মনোজ দাশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এ রশীদের সঞ্চলনায় সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের
কেন্দ্রীয় কমিটির সদস্য ও খুলনা জেলা কমিটি সম্পাদক গাজী নওশের আলী, বাসদের জেলা সদস্য সচিব কোহিনুর আক্তার কণা, সিপিবি খুলনা মহানগর কমিটির সাধারণ সম্পাদক এ্যাড. নিত্যানন্দ ঢালী, শ্রমিক ফেডারেশনের
কেন্দ্রীয় নেতা মোজাম্মেল হক খান, শিক্ষক সমিতির নেতা প্রদীপ সাহা, নারীনেত্রী সুতপা বেদজ্ঞ, সাংস্কৃতিক কর্মী অধ্যাপক সঞ্জয় সাহা, গণতান্ত্রিক আইনজীবী সমিতি’র এ্যাড. প্রীতিষ মন্ডল, আইনজীবী ফ্রন্টের নেতা এ্যাড. সন্ধসঢ়;জিত মন্ডল, ট্রেড ইউনিয়ন কেন্দ্রের গাজী আফজাল হোসেন, বিপ্লবী যুব মৈত্রীর আনিসুর রহমান মিঠু, যুব ইউনিয়নের মহানগর সভাপতি আফজাল হোসেন রাজু, রিকশা ভ্যান শ্রমিক সংগ্রাম পরিষদের নেতা মোঃ মানিক মিয়া, ছাত্র ইউনিয়ন জেলা সাধারণ সম্পাদক সুদীপ্ত মন্ডল প্রমুখ।