ডেস্ক রিপোর্ট
২৬ মার্চ ২০২৪, ৮:২৫ অপরাহ্ণ
অধিকার ডেস্ক: গুজরাট টাইটান্সের বিপক্ষে টস হেরে শুরুতে ব্যাটিং করবে চেন্নাই সুপার কিংস। গত ম্যাচে চেন্নাইয়ের জয়ের নায়ক মুস্তাফিজুর রহমান আজও একাদশে আছেন। চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮ টায়।
গত ম্যাচের একাদশ থেকে একটি পরিবর্তন এনেছে চেন্নাই। জায়গা হারিয়েছেন মাহিশ থিকশানা। এই রহস্য স্পিনারের পরিবর্তে সুযোগ পেয়েছেন তারই স্বদেশী পেসার মাথিশা পাথিরানা।
আসরে এখনও পর্যন্ত এক ম্যাচ খেলেছে চেন্নাই। রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে সেই ম্যাচে ৬ উইকেটের জয় পেয়েছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। যেখানে ৪ উইকেট শিকার করে জয়ের নায়ক ছিলেন মুস্তাফিজুর রহমান।
চেন্নাই সুপার কিংস (একাদশ):
রুতুরাজ গায়কোয়াড় (অধিনায়ক), রাচিন রবীন্দ্র, অজিঙ্কা রাহানে, ড্যারিল মিচেল, শিবম দুবে, রবীন্দ্র জাদেজা, সামীর রিজভি, মহেন্দ্র সিং ধোনি, দীপক চাহার, তুষার দেশপান্ডে ও মুস্তাফিজুর রহমান।
সাব: মাথিশা পাথিরানা, শার্দুল ঠাকুর, শাইক রশিদ, নিশান্ত সিন্ধু, মিচেল স্যান্টনার।
গুজরাট টাইটান্স (একাদশ):
ঋদ্ধিমান সাহা, শুবমান গিল (অধিনায়ক), আজমতুল্লাহ ওমরজাই, ডেভিড মিলার, বিজয় শঙ্কর, রাহুল তেওয়াতিয়া, রশিদ খান, সাই কিশোর, উমেশ যাদব, মোহিত শর্মা, স্পেন্সার জনসন।
সাব: সাই সুদর্শন, শরথ বিআর, অভিনব মনোহর, নূর আহমেদ, মানব সুথার।