ডেস্ক রিপোর্ট

২৩ মার্চ ২০২৪, ৯:১৪ অপরাহ্ণ

২৬ মার্চের পূর্বে আটক ব্যাটারি রিকশা ছেড়ে দেওয়ার দাবি সংগ্রাম পরিষদের

আপডেট টাইম : মার্চ ২৩, ২০২৪ ৯:১৪ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক : সিলেটে আটক ব্যাটারিচালিত রিকশা ছেড়ে দেওয়ার দাবিতে বিক্ষোভ করেছে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট ও রিকশা-ব্যাটারি রিকশা ও ইজিবাইক চালক সংগ্রাম পরিষদে সিলেট জেলা শাখা।

আজ শনিবার (২৩ মার্চ) দুপুর ১টায় আম্বরখানাস্থ বড়বাজারের পয়েন্টে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্টিত হয়।

রিকশা-ব্যাটারি রিকশা ও ইজিবাইক চালক সংগ্রাম পরিষদে সিলেট জেলার সভাপতি প্রণব জ্যোতি পালের সভাপতিত্বে সমাবেশ বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট সিলেট জেলার আহবায়ক ও সংগ্রাম পরিষদের উপদেষ্টা আবু জাফর।

সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন সংগ্রাম পরিষদের সহ সভাপতি শহিদুল ইসলাম, সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক বেলাল আহমেদ , মামুন ব্যাপারী, ইয়াছিন মিয়া, হারুন মিয়া, নুরুল ইসলাম প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, ব্যাটারিচালিত রিকশা আটক শ্রমিক স্বার্থবিরোধী পদক্ষেপ। মহামান্য সুপ্রীম কোর্টের রায়ের প্রেক্ষিতে ব্যাটারী চালিত যানবাহনের চলাচলে বৈধতা থাকা এবং সরকার খচড়া নীতিমালা প্রনয়নের মাধ্যমে যখন
গাড়ী চলাচলের উদ্যোগ নিয়েছে তখন এই ধরনের আটক কোন ভাবেই কাম্য নয়।

বক্তারা বলেন, দ্রব্য মূল্যের কারণে কর্মহীন মানুষ যখন অসহায় তখন নিজের উদ্যোগে শ্রমিকরা ব্যাটারিচালিত রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করে। কিন্তু পুলিশ প্রশাসন এই রমজান মাসেও আটক রিকশা ছেড়ে না দেওয়া অমানবিক।

অবিলম্বে ২৬ মার্চের পূর্বে আটক ব্যাটারি রিকশা ছেড়ে দেওয়ার আহবান জানিয়ে বক্তারা বলেন, না হলে কঠোর আন্দোলন গড়ে তুলা হবে।

শেয়ার করুন