ডেস্ক রিপোর্ট
২৭ অক্টোবর ২০২৫, ৮:০৩ অপরাহ্ণ
অধিকার ডেস্ক: বাসদ কেন্দ্রীয় পাঠচক্র ফোরামের সদস্য কমরেড শাহজাহান তালুকদার ও কমরেড খায়ের ইমতিয়াজ মাসউদ দাউদের অকাল প্রয়ানে শোকসভা অনুষ্ঠিত
বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে পার্টির কেন্দ্রীয় পাঠচক্র ফোরামের ২ জন সদস্য, চাঁদপুর জেলা সমন্বয়ক কমরেড শাহজাহান তালুকদার এবং নোয়াখালী জেলা সমন্বয়ক কমরেড খায়ের ইমতিয়াজ মাসউদ দাউদের অকাল প্রয়ানে শোকসভা ২৭ অক্টোবর ২০২৫ বিকেল ৪:৩০টায় ৮/৪-এ সেগুনবাগিচাস্থ ভ্যানগার্ড মিলনায়তনে (৫ম তলায়) অনুষ্ঠিত হয়।
বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশীদ ফিরোজের সভাপতিত্বে অনুষ্ঠিত শোকসভায় বক্তব্য রাখেন বাসদ কেন্দ্রীয় কমিটির সহকারী সাধারণ সম্পদাক কমরেড রাজেকুজ্জামান রতন, সম্পাদক মন্ডলীর সদস্য নিখিল দাস, কেন্দ্রীয় কমিটির সদস্য জুলফিকার আলী, কেন্দ্রীয় পাঠচক্র ফোরামের সদস্য, শ্রমিক ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক খালেকুজ্জামান লিপন, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের সহসভাপতি শাহজাহান কবীর, সাধারণ সম্পাদক জাকির হোসেন ও ছাত্র ফ্রন্টের সভাপতি মুক্তা বাড়ৈ।
শোকসভায় নেতৃবৃন্দ বলেন, গত ১৭ অক্টোবর নোয়াখালীতে কমরেড দাউদ ও ২২ অক্টোবর চাঁদপুরে কমরেড শাহজাহান তালুকদার মৃত্যুবরণ করেন। দুইজন কমরেড আমৃত্যু পার্টির কর্মকাÐের সাথে যুক্ত ছিলেন। দলের আভ্যন্তরীণ ও বাহ্যিক সকল সংকটে এই দুইজন কমরেড দলের পাশে দাঁড়িয়েছেন, দলের পতাকা উর্ধ্বে তুলে ধরেছেন। পুঁজিবাদী শোষণমূলক ব্যবস্থার ফলে শ্রমজীবী মানুষের জীবনে যে দুর্বিসহ অবস্থা বিরাজ করে, এই দুই প্রয়াত কমরেড শ্রমজীবী মানুষের জীবনের সেই দুরাবস্থা পরিবর্তনের জন্য ব্যবস্থা বদলের সংগ্রামে লিপ্ত ছিলেন। পার্টির প্রতিষ্ঠালগ্ন থেকে প্রতিটি গণতান্ত্রিক সংগ্রামে, শ্রমিক-কৃষক মেহনতি মানুষের অধিকার আদায়ের সংগ্রামে, দেশের সম্পদ রক্ষার সংগ্রামে, সাম্প্রদায়িকতা ও সাম্রাজ্যবাদবিরোধী সংগ্রামে রাজপথে লড়াই করতে গিয়ে জেলে গিয়েছেন, নির্যাতিত হয়েছেন, তবুও সংগ্রাম ছাড়েননি। এই দুই লড়াকু যোদ্ধার অনুপস্থিতি আগামীর সংগ্রামে আমাদের পার্টির জন্য বিরাট ক্ষতি হয়েছে। একই সাথে দেশের শ্রমজীবী মানুষ ও বামপন্থী আন্দোলন তাদের এক অকৃত্রিম বন্ধুকে হারিয়েছে।
নেতৃবৃন্দ বলেন, কমরেডদের অপূরিত স্বপ্ন বাস্তবায়নের সংগ্রামে নিজেদের নিয়োজত করেই তাদের প্রতি প্রকৃত শ্রদ্ধা জানাতে পারবো। আমরা তাদের সংগ্রামী জীবন ও স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই এবং তাদের শোষণমুক্ত সমাজ গঠনের যে অপূরিত স্বপ্ন তা বাস্তবায়নের সংগ্রাম এগিয়ে নেয়ার জন্য অঙ্গীকার করছি। সমাজ বিপ্লবের সংগ্রামের মধ্যেই কমরেডরা সবসময় আমাদের মাঝে বেঁচে থাকবেন।
লাল সালাম কমরেড শাহজাহান তালুকদার; লাল সালাম কমরেড খায়ের ইমতিয়াজ মাসউদ দাউদ।