ডেস্ক রিপোর্ট
১৭ অক্টোবর ২০২৫, ৩:৩৬ পূর্বাহ্ণ
অধিকার ডেস্ক: চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (সিইপিজেড) অ্যাডামস ক্যাপ কারখানার ভবনটি আগুনে জ্বলতে জ্বলতে ধসে পড়ছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস চট্টগ্রামের সহকারী পরিচালক আনোয়ার হোসেন।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরের দিকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে। রাত পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর ২৩টি ইউনিট কাজ করছে।
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আনোয়ার হোসেন জানান, ভবনের অষ্টম তলার ওপরের অংশে প্রথমে আগুন দেখা দেয়। কিছু সময়ের মধ্যেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং ভবনের একটি অংশ ধসে পড়ে। পরবর্তীতে উভয় দিক থেকেই ভবনটি ধসে পড়তে শুরু করে।
তিনি আরও বলেন, সিইপিজেডের ভেতরের একটি পুকুর থেকে পানি ব্যবহার করে আগুন নেভানোর চেষ্টা চলছে। আগুন নিয়ন্ত্রণে রাখতে এবং পাশের ভবনগুলোকে সুরক্ষিত রাখতে দমকলকর্মীরা নিরলসভাবে কাজ করছেন।
সিইপিজেডের অতিরিক্ত নির্বাহী পরিচালক আশেক মুহাম্মদ শাহাদাৎ হোসেন বলেন, অ্যাডামস ক্যাপে প্রায় এক হাজার পঞ্চাশজন শ্রমিক কাজ করেন। আগুন লাগার সঙ্গে সঙ্গেই ফায়ার অ্যালার্ম বেজে ওঠে এবং শ্রমিকরা দ্রুত ভবন থেকে বেরিয়ে আসতে সক্ষম হন। ফলে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।
অন্যদিকে, ঘটনাস্থলে থাকা এক ফায়ার ফাইটার জানান, আগুন নিয়ন্ত্রণে একটি রোবট ইউনিট ব্যবহার করা হচ্ছে, যা স্বয়ংক্রিয়ভাবে পানি ছিটিয়ে আগুন নেভানোর কাজ করছে।
রাত পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। তবে আগুনের উৎস ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা যায়নি।