ডেস্ক রিপোর্ট

২৯ জুন ২০২৫, ৯:০৭ অপরাহ্ণ

মুরাদনগরসহ সারা দেশে বিদ্যমান নারী নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে কুমিল্লায় সমাবেশ

আপডেট টাইম : জুন ২৯, ২০২৫ ৯:০৭ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক: কুমিল্লার মুরাদনগরের ঘটনাসহ সারা দেশে বিদ্যমান নারী নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদ সমাবেশ আজ ২৯ জুন বিকাল ৫ টায় কুমিল্লা টাউন হলের সামনে অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের কুমিল্লা জেলার সভাপতি সর্দার হুমায়ুন কবির, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের কুমিল্লা জেলার সভাপতি রতন ভৌমিক প্রণয়, সাংস্কৃতিক সংসদ কেন্দ্রীয় কমিটির সভাপতি ও বাসদ নেতা আবুল কাশেম।

সভায় আরও বক্তব্য রাখেন বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য ও কুমিল্লা জেলার সমন্বয়ক কমরেড আব্দুর রাজ্জাক।

সমাবেশটি সভাপতিত্ব করেন কুমিল্লা জেলার সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাবেক ছাত্র নেতা, সমাজতান্ত্রিক মহিলা ফোরামের সংগঠক, বাসদ নেতা ফারজানা আক্তার ।

সভাটি সঞ্চালনা করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কুমিল্লা জেলার সভাপতি জাহাঙ্গীর আলম।

 

শেয়ার করুন