ডেস্ক রিপোর্ট
৩০ মে ২০২৫, ১১:১১ অপরাহ্ণ
অধিকার ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার নিলাদ্রী লেকপাড় এলাকায় টাঙ্গুয়ার হাওরে পর্যটকবাহী একটি নৌকায় ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। শুক্রবার (৩০ মে) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয়রা।
স্থানীয়রা জানান, উদ্ধারকাজ শুরু হয়েছে এবং আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। নৌকার আশপাশে আগুনের তীব্রতা এতো বেশি যে কাছে যাওয়া যাচ্ছে না। স্থানীয়দের সহায়তায় উদ্ধারের চেষ্টা চলছে।
পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করলে আশপাশের অন্য হাউজবোটগুলো দ্রুত নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয়। আগুন লাগার পরে স্থানীয়রা উদ্ধারকাজ শুরু করেন এবং আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। তবে নৌকার আশপাশে আগুনের তীব্রতা বেশি থাকায় আগুন নেভানো সম্ভব হয়নি। স্থানীয়দের চোখের সামনে রাহাবার নামের হাউজবোটটি পুড়ে যায়।
এ ব্যাপারে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, আগুন লাগার খবর পেয়েছি। আমাদের একটি দল ঘটনাস্থলে রওনা দিয়েছে। আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। নৌকাটির ৮০ শতাংশ আগুনে পুড়ে গেছে।