ডেস্ক রিপোর্ট

২০ মার্চ ২০২৫, ৯:২১ অপরাহ্ণ

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ‘ফিলিস্তিন সংহতি কমিটি, বাংলাদেশ’ এর বিক্ষোভ

আপডেট টাইম : মার্চ ২০, ২০২৫ ৯:২১ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক: যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করে গাজায় হামলার প্রতিবাদে ‘ফিলিস্তিন সংহতি কমিটি, বাংলাদেশ’-এর বিক্ষোভ সমাবেশ আজ সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত হয়।

কমিটির সভাপতি অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও অধ্যাপক ডা. হারুনুর রশিদের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন অধ্যাপক আনু মুহম্মদ, সিপিবির সভাপতি শাহ আলম, বাসদ (মার্কসবাদী)-এর সমন্বয়ক কমরেড মাসুদ রানা, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য জুলফিকার আলী প্রমুখ।

সভায় বক্তরা যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করে পরিচালিত এই হামলার তীব্র নিন্দা জানান। বক্তারা বলেন, মার্কিন মদতে ইসরাইল এই কাজ করছে। ফলে দেশে দেশে মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই গড়ে তোলা জরুরী। বিশ্বের বিভিন্ন দেশে বামপন্থীরা ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়েছে, ফিলিস্তিনের মধ্যে লড়াই করছে পিএলএফপি এর বামপন্থী গেরিলারা। ইসরায়েলের কমিউনিস্ট পার্টি ‘মাকি’ ইসরায়েলের ভেতরে যুদ্ধবিরোধী প্রচারণা চালাচ্ছে। গোটা বিশ্বে দল-মত নির্বিশেষে প্রায় সকল মানুষ এর প্রতিবাদ করছে। বিশ্ববাসী এক হয়ে রুখে না দাঁড়ালে এই হত্যাযজ্ঞ বন্ধ করা অসম্ভব। বক্তারা বাংলাদেশসহ দেশে দেশে গণহত্যা বন্ধে লড়াই গড়ে তোলার আহবান জানান।

শেয়ার করুন