ডেস্ক রিপোর্ট

২১ জানুয়ারি ২০২৫, ৯:৪৬ অপরাহ্ণ

প্রতিষ্ঠার ৪১তম বার্ষিকী উপলক্ষে ছাত্র ফ্রন্টের সমাবেশ ও মিছিল

আপডেট টাইম : জানুয়ারি ২১, ২০২৫ ৯:৪৬ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক : সংগঠনের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ বিকাল ৫টায় ঢাকা বিশ্ববিদ্যালয় রাজু ভাস্কর্যের সামনে ৪ দফা দাবিতে সমাবেশ ও মিছিল করে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি মুক্তা বাড়ৈ এর সভাপতিত্বে সমাবেশের বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সহসভাপতি সুস্মিতা মরিয়ম, সাংগঠনিক সম্পাদক সুহাইল আহমেদ শুভ,দপ্তর সম্পাদক অনিক কুমার দাস। সভা পরিচালনা করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রায়হান উদ্দিন।

সমাবেশে বক্তারা বলেন, ১৯৮৪ সালের ২১ জানুয়ারি সামরিক স্বৈরাচার বিরোধী আন্দোলনের উত্তাল সময়ে সর্বজনীন, বিজ্ঞানভিত্তিক, সেক্যুলার, বৈষম্যহীন, একই পদ্ধতির গণতান্ত্রিক শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠার সংগ্রামের প্রত্যয় এবং ছাত্র আন্দোলনকে সমাজ পরিবর্তনের বিপ্লবী ধারার সাথে যুক্ত করার অঙ্গীকার ব্যক্ত করে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের আত্মপ্রকাশ ঘটে। ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকীর প্রাক্কালে দেশের অধিকার সচেতন ছাত্র-জনতা, সমর্থক-দরদী এবং প্রাক্তন নেতা-কর্মীবৃন্দ যাদের নিরলস লড়াই-সংগ্রামে এবং সমর্থনে সংগঠন আজকের পর্যায়ে উন্নীত হয়েছে তাঁদের সবাইকে জানাই সংগ্রামী শুভেচ্ছা।

সমাবেশ থেকে বক্তারা সারাদেশের বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ও অপরাপর বামপন্থী ছাত্র সংগঠনের গ্রাফিতি মুছে দেয়া, ক্যাম্পাসে পুলিশের হামলা, আদিবাসী ছাত্র-জনতার মিছিলে হামলার নিন্দা জানিয়ে বলেন এই হামলা জুলাই অভ্যুথানের চেতনার পরিপন্থী এবং আদিবাসী শব্দযুক্ত গ্রাফিতি পুনর্বহাল করতে হবে বলে মন্তব্য করেন।

বক্তারা আরো বলেন, কালবিলম্ব না করে সারাদেশে স্কুলে স্কুলে বই পৌঁছানো নিশ্চিত করে শিক্ষার্থীদের শিক্ষাজীবন সুষ্ঠু রাখা ও ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ নির্মাণ করতে হবে। পাশাপাশি শিক্ষার আর্থিক দায়িত্ব রাষ্ট্রীয়ভাবে বহন করার দাবি জানান।

সমাবেশ থেকে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এর চার দশক উপলক্ষে আগামী ১৩ ই ফেব্রুয়ারি ’২৫ সমাপনী সমাবেশ সফল করার জন্য সারাদেশের ছাত্র-জনতার প্রতি আহ্বান জানান। সমাবেশ শেষে একটি সুসজ্জিত মিছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস প্রদক্ষিণ করে ডাকসু’র সামনে এসে শেষ হয়। মিছিল সমাবেশ শেষে ডাকস’র দ্বিতীয় তলায় ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের প্রাক্তন-বর্তমান নেতাকর্মীদের সভা অনুষ্ঠিত হয়।

 

শেয়ার করুন