ডেস্ক রিপোর্ট

১৭ ডিসেম্বর ২০২৪, ৮:৪৫ অপরাহ্ণ

মটর মেকানিক নেতৃবৃন্দের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি বন্ধের দাবি শ্রমিক ফ্রন্টের

আপডেট টাইম : ডিসেম্বর ১৭, ২০২৪ ৮:৪৫ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক: সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সহসভাপতি মটর মেকানিক নেতা তাজুল ইসলামসহ মটর মেকানিক নেতৃবৃন্দের নামে মামলা দিয়ে হয়রানি করার অপচেষ্টা বন্ধ ও নারায়ণগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় চাঁদাবাজি-দখলদারিত্ব বন্ধ করার দাবিতে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে আজ বিকাল ৪ টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে সমাবেশ ও শহরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের নারায়ণগঞ্জ জেলার সভাপতি আবু নাঈম খান বিপ্লবের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)-এর নারায়ণগঞ্জ জেলার সমন্বয়ক ও বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের কেন্দ্রীয় কমিটির সদস্য হাফিজুল ইসলাম, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি সেলিম মাহমুদ, রি-রোলিং স্টিল মিলস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক এস এম কাদির, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সহসভাপতি তাজুল ইসলাম, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শরীফ।

নেতৃবৃন্দ বলেন, নারায়ণগঞ্জ জেলা মটরযান ওয়ার্কশপ মেকানিক ইউনিয়ন অনেক আন্দোলন সংগ্রাম করে ২০১৩ সালে নারায়ণগঞ্জ বাসস্ট্যান্ডে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন থেকে ৪৫ টি ভিটি বরাদ্দ পায়। এতে মেকানিকরা নিজ খরচে ঘর তুলে গেরেজের কাজ চালাচ্ছে। মেকানিকরা বর্তমান সময় পর্যন্ত সিটি কর্পোরেশনে নিয়মিত ভাড়া পরিশোধ করে সছে। অতীতে এই দোকানগুলো থেকে আওয়ামী সন্ত্রাসীরা নিয়মিত চাঁদা আদায় করতো। বরাদ্দ পাওয়ার পর মেকানিকরা চাদা প্রদান বন্ধ করে। কিন্তু ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পরে ৬ আগস্ট বিএনপি পরিচয়ধারী সন্ত্রাসীরা বাসস্ট্যান্ড দখল করে এই ঘরগুলোতে তালা লাগায়।

তখন ছাত্র আন্দোলনের নেতাদের চাপে দখলদাররা দোকানগুলোর তালা খুলে দেয়। পরবর্তীতে গত একমাস যাবৎ এই সন্ত্রাসীরা মেকানিকদের কাছে আবার চাঁদা দাবি করতে থাকে। কিন্তু মেকানিকরা তাদের বৈধ দোকানের জন্য চাঁদা দিতে অস্বীকার করে আসছে। চাঁদাবাজচক্র গত ১২ ডিসেম্বর একজন মেকানিকের গেরেজে তালা দেয়। সমস্ত মেকানিকরা এর প্রতিবাদ করলে চাদাবাজ চক্র তালা খুলে দেয়। কিন্তু চাঁদাবাজচক্র বাসস্ট্যান্ডে অবস্থিত মেকানিকদের অফিসটি বিএনপি অফিস দাবি করে এবং মেকানিক নেতৃবৃন্দের নামে থানায় মিথ্যা অভিযোগ দেয়। মহানগর বিএনপির একজন শীর্ষ স্থানীয় নেতা এই মিথ্যা মামলা নেয়ার জন্য থানায় চাপ প্রয়োগ করছে।

নেতৃবৃন্দ বলেন, ছাত্র-শ্রমিক-জনতার আত্মত্যাগের মধ্য দিয়ে ৫ আগস্ট স্বৈরাচারী শেখ হাসিনা সরকার পদত্যাগ করে দেশ ছাড়ে। মানুষের প্রত্যাশা ছিল ৫ আগস্টের পর আমাদের দেশ থেকে সন্ত্রাস, দখলদারিত্ব, চাদাবাজি বন্ধ হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আর একটি রাজনৈতিক শক্তি আওয়ামী লীগের মতো করে দখলদারিত্ব-চাঁদাবাজি চালাচ্ছে এবং প্রশাসনে প্রভাব বিস্তারের চেষ্টা করছে। আমরা পরিষ্কার বলতে চাই ৫ আগস্টের পরের পুলিশ প্রশাসনকে হতে হবে রাজনৈতিক প্রভাবমুক্ত, নারায়ণগঞ্জ পুলিশ প্রশাসনকে ছাত্র-শ্রমিক-জনতার অভ্যুত্থানের চেতনা মাথায় রেখে কাজ করতে হবে এবং যে সকল চক্র দখলদারিত্ব, চাঁদাবাজি, প্রভাব বিস্তারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। নেতৃবৃন্দ অবিলম্বে মেকানিক নেতাদের বিরুদ্ধে মামলার পায়তারা বন্ধের দাবি জানান।

শেয়ার করুন