ডেস্ক রিপোর্ট

৯ আগস্ট ২০২৪, ২:২০ অপরাহ্ণ

তেল-গ্যাস রক্ষা কমিটির আহ্বায়ক শেখ মুহাম্মদ শহীদুল্লাহ আর নেই

আপডেট টাইম : আগস্ট ৯, ২০২৪ ২:২০ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক: বামপন্থী আন্দোলনের প্রবীণ কর্মী এবং তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির আহ্বায়ক প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহ মারা গেছেন।

বাংলাদেশ সময় আজ শুক্রবার সকাল ৭টা ২৮ মিনিটে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে শেখ মুহাম্মদ শহীদুল্লাহ মারা যান। তাঁর বয়স হয়েছিল ৯৪ বছর। তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তিনি প্রকৌশল প্রতিষ্ঠান শহীদুল্লাহ অ্যান্ড অ্যাসোসিয়েটসের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন।

শেখ মুহাম্মদ শহীদুল্লাহ ১৯৩১ সালের ৩১ জুলাই খুলনার দৌলতপুরে জন্মগ্রহণ করেন।

প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহর নেতৃত্বে দেশের তেল-গ্যাস-বন্দর রক্ষায় লংমার্চগুলোসহ সকল লড়াই ছিলো অনন্য। বাংলাদেশের জাতীয় সম্পদ রক্ষায় তিনি ছিলেন অনুপ্রেরণা। দেশের সম্পদ রক্ষার জন্য লড়াই প্রতিরোধে নাগরিকদের সাহস যুগিয়েছেন শেখ মুহাম্মদ শহীদুল্লাহ।

প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহর মৃত্যুতে বাসদের শোক :

বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশীদ ফিরোজ আজ ০৯ আগস্ট ২০২৪ সংবাদপত্রে দেয়া এক বিবৃতিতে তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির আহŸায়ক প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহর মৃত্যুতে গভীর শোক ও শ্রদ্ধা প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমাবেদনা জানিয়েছেন।

কমরেড ফিরোজ আরও বলেন, প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহ ছিলেন জাতীয় সম্পদ রক্ষা ও সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলনের এক অগ্রসৈনিক। তাঁর মৃত্যুতে দেশ একজন প্রকৃত দেশপ্রেমিক সাহসী যোদ্ধাকে হারালো।

বিবৃতিতে তিনি তাঁর অসমাপ্ত কাজ সমাপ্ত করার আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়া জন্য সকলের প্রতি আহ্বান জানান।

 

 

 

শেয়ার করুন