ডেস্ক রিপোর্ট

২৮ জুলাই ২০২৪, ৯:৫৯ অপরাহ্ণ

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের পাশে বাম প্রগতিশীল নেতৃবৃন্দ

আপডেট টাইম : জুলাই ২৮, ২০২৪ ৯:৫৯ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহতদের চিকিৎসা বিষয়ক খোঁজ খবর নেন বাম প্রগতিশীল নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা করার ও নিহত-আহতদের তালিকা প্রকাশ এবং হত্যাকারীদের বিচার করার দাবি জানান।

বাম গণতান্ত্রিক জোট, ফ্যাসিবাদ বিরোধী বাম মোর্চা এবং বাংলাদেশ জাসদ এর নেতৃবৃন্দ আজ ২৮ জুলাই ২০২৪ সকাল ১১টায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর নির্বিচার গুলিবর্ষণ ও নির্যাতনে আহতদের খোঁজ খবর নিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছিলেন।

নেতৃবৃন্দ ঢাকা মেডিকেল কলেজের পরিচালকের সঙ্গে দেখা করে চিকিৎসাধীন আহতদের চিকিৎসা বিষয়ক খোঁজ খবর নেন। হাসপাতালে বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন আহত ব্যক্তিবর্গের সাথ কথা বলেন এবং আহত হওয়ার ধরন ও শারীরিক ক্ষতির চিত্র দেখে বিস্ময় প্রকাশ করে নেতৃবৃন্দ এ ধরনের হামলা ও পুলিশি গুলিবর্ষণের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। পরিদর্শনকালে নেতৃবৃন্দ অনেককে বন্দুকের গুলিতে আহত হওয়ার বিষয়ে চিকিৎসকদের কাছে জেনেছেন। অথচ সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী রাবার বুলেট, টিয়ারসেল, সাউন্ডগ্রানেড ব্যবহার করেছেন বলে নির্জলা মিথ্যাচার করে দেশবাসীর কাছে সত্য গোপন করছে।

নেতৃবৃন্দ আহতদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ, চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা করার দাবি জানান। হাসপাতালে এ সময় উপস্থিত ছিলেন বাম গণতান্ত্রিক জোট এর সমন্বয়ক ও বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাংলাদেশ জাসদ এর সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের সমন্বয়ক শুভ্রাংশু চক্রবর্ত্তী, সিপিবির সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষ, বাসদের সহকারী সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন, বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, বাংলাদেশ জাসদের স্থায়ী কমিটির সদস্য ডা. মুশতাক হোসেন, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বাসদ (মার্কসবাদী) সমন্বয়ক মাসুদ রানা, নয়া গণতান্ত্রিক গণমোর্চার সভাপতি জাফর হোসেন, গণমুক্তি ইউনিয়নের সভাপতি নাসির উদ্দিন নাসু, বাসদ (মাহবুব) এর কেন্দ্রীয় নেতা মহিন উদ্দিন চৌধুরী লিটন, কমিউনিস্ট লীগের ডা. হারুন অর রশীদ, বাসদ (মার্কসবাদী)-র ডা. জয়দ্বীপ ভট্টাচার্য নেতৃবৃন্দ।

শেয়ার করুন