ডেস্ক রিপোর্ট
২৬ মে ২০২৪, ৮:৩৩ অপরাহ্ণ
অধিকার ডেস্ক: ঢাকা মহানগরসহ সকল নগরিতে ইজিবাইক, রিকশাসহ ব্যাটারিচালিত যানবাহন চলাচলে সংগ্রাম পরিষদ এর সংশোধনী প্রস্তাব ও প্রধানমন্ত্রীর নির্দেশ মোতাবেক থ্রী-হুইলার ও সমজাতীয় মোটরযান নীতিমালা-২০২১ দ্রুত চূড়ান্ত করে সরকারি গেজেট প্রকাশ এবং নীতিমালা অনুযায়ী ইজিবাইক, রিকশাসহ ব্যাটারিচালিত যানবাহনের নিবন্ধন, চালকদের লাইসেন্স ও রুট পারমিট প্রদান করাসহ ৭ দফা দাবি আদায়ে কেন্দ্র ঘোষিত দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল ২৭ মে সকাল ১০.৩০ টায় ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে স্মারকলিপি পেশ এবং জেলায় জেলায় ডিসি কার্যালয়ের মাধ্যমে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে স্মারকলিপি পেশ করা হবে।
রিকশা, ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ কেন্দ্রীয় পরিচালনা পরিষদ এর আহ্বায়ক খালেকুজ্জামান লিপন এক বিবৃতিতে আগামীকাল রিকশা, ইজিবাইকসহ ব্যাটারিচালিত যানবাহনের নীতিমালা চূড়ান্ত ও গেজেট প্রকাশ এবং যানবাহনের নিবন্ধন, চালকদের লাইসেন্সসহ ৭ দফা দাবি আদায়ে ঢাকাসহ দেশব্যাপী সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে স্মারকলিপি প্রদান কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছেন।