ডেস্ক রিপোর্ট

১ মে ২০২৪, ১০:৩৭ অপরাহ্ণ

ন্যায্য মজুরি ও গণতান্ত্রিক শ্রম আইন প্রতিষ্ঠার লড়াই চলবেই: স্কপের ঘোষণা

আপডেট টাইম : মে ১, ২০২৪ ১০:৩৭ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক: আজ ১৩৮ তম মহান মে দিবসে ১ মে সকাল ১১ টায় শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ স্কপ জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করে। স্কোপের সমাবেশে সভাপতিত্ব করেন স্কপের যুগ্ম সমন্বয়ক নাঈমুল হাসান জুয়েল।

সমাবেশের ঘোষণা পাঠ করেন স্কপ নেতা চৌধুরী আশিকুল আলম। সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী, বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি শাহ আলম, সমাবেশ সঞ্চালনা করেন স্কপ নেতা বাদল খান।

সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্কপের শীর্ষ নেতৃবৃন্দ জনাব রাজেকুজ্জামান রতন, সাইফুজ্জামান বাদশা, কামরুল আহসান, আমিরুল হক আমিন, নুরুল আমিন, শামীম আরা, নূর মোহাম্মদ আকন্দ, খালেকুজ্জামান লিপন, আব্দুল ওয়াহেদ।

সমাবেশে স্কপ নেতৃবৃন্দ মহান মে দিবসের চেতনায় কর্মঘণ্টা, ন্যায্য মজুরী, গণতান্ত্রিক শ্রম আইন ও ট্রেড ইউনিয়ন অধিকারের দাবিতে ধারাবাহিক আন্দোলন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। শ্রমিকদের মতামত উপেক্ষা করে
শ্রম আইন ও অত্যাবশ্যক পরিষেবা বিল পাশের চক্রান্ত যে কোন চক্রান্ত রুখে দাড়ানো, দ্রব্যমূল্য ও জীবন যাপন ব্যয় বিবেচনা করে জাতীয় ন্যূনতম মজুরি আইন করে ঘোষণা ও বাস্তবায়ন এবং সেক্টরভিত্তিক মজুরি নির্ধারণ, কর্মক্ষেত্রে মৃত্যুতে আজীবন আয়ের সমান ক্ষতিপূরণ, শ্রমিকদের পেশাগত স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত, আউটসোর্সিংও ঠিকাদার প্রথা বাতিল, শ্রমিকদের রেশন আবাসনের দাবি সহ স্কপের ৯ দফা মেনে নেওয়ার আহ্বান জানান স্কপ নেতৃবৃন্দ।

সমাবেশ একটি বিক্ষোভ মিছিল জাতীয় প্রেসক্লাব, তোপখানা রোড হয়ে পল্টন মোড়ে শেষ হয়।

শেয়ার করুন