ডেস্ক রিপোর্ট

১৯ এপ্রিল ২০২৪, ১২:২৩ পূর্বাহ্ণ

বীর মুক্তিযোদ্ধা আবুল ফজল স্মরণে সিলেটে শোকসভা অনুষ্ঠিত

আপডেট টাইম : এপ্রিল ১৯, ২০২৪ ১২:২৩ পূর্বাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক: বাঙালি জাতির স্বাধিকার-স্বায়ত্বশাসন আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধের সম্মুখ সারির যোদ্ধা বীর মুক্তিযোদ্ধা আবুল ফজল স্মরণে এক শোকসভা বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় জিন্দাবাজারস্হ নজরুল একাডেমীতে অনুষ্ঠিত হয়।

বীর মুক্তিযোদ্ধা আবুল ফজল শোকসভা কমিটির উদ্যোগে প্রবীন রাজনীতিবিদ এডভোকেট বেদানন্দ ভট্টাচার্য এর সভাপতিত্বে ও বাসদ সিলেট জেলা আহ্বায়ক আবু জাফর এর সঞ্চালনায় শোকসভায় বক্তব্য রাখেন জাসদ সিলেট জেলা শাখার সভাপতি লোকমান আহমদ, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এমাদ উল্লাহ শহিদুল ইসলাম, শাবিপ্রবির সাবেক পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ ছালিকুর রহমান চৌধুরী, সাবেক ছাত্রনেতা শওকত ওসমান জুবায়ের, প্রয়াত আবুল ফজল এর বড়ভাই বিশিষ্ট শিল্পপতি আব্দুল আহাদ, বিশিষ্ট আইনজীবী ওবায়দুর রহমান, সিলেট জেলা সিপিবি সভাপতি সৈয়দ ফরহাদ হোসেন, গণতন্ত্রী পার্টি জেলা সভাপতি আরিফ মিয়া, ওয়ার্কার্স পার্টি জেলা সভাপতি কমরেড সিকান্দার আলী, বাসদ(মার্কসবাদী) জেলা আহ্বায়ক উজ্জল রায়, জাসদ মহানগর শাখার ভারপ্রাপ্ত সভাপতি ফারুক আহমদ, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক ব্রজ গোপাল চৌধুরী, আইডিয়ার নির্বাহী নাজমুল হক, সাম্যবাদী আন্দোলন জেলা সমন্বয়ক সুশান্ত সিনহা সুমন, বাসদ জেলা সদস্য সচিব প্রণব জ্যোতি পাল, বিশিষ্ট আইনজীবী গোলাম রাজ্জাক চৌধুরী জুবায়ের, এডভোকেট সৈয়দ মোহাম্মদ তারেক, জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলিন পরিষদের জেলা সাধারণ সম্পাদক প্রতীক এন্দ, ট্রেড ইউনিয়ন সংঘ জেলা সাধারণ সম্পাদক ছাদেক মিয়া প্রমূখ।

শোকসভায় বক্তারা বলেন,বীর মুক্তিযোদ্ধা আবুল ফজল আজীবন শোষণমুক্ত-গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার স্বপ্ন-সংগ্রাম করে গিয়েছেন।বীর মুক্তিযোদ্ধা আবুল ফজল সামাজিক-সাংস্কৃতিক আন্দোলনেও বলিষ্ট ভূমিকা পালন করে গিয়েছেন।

বীর মুক্তিযোদ্ধা আবুল ফজল এর জীবন সংগ্রাম আজকের দিনে সমাজ পরিবর্তনের আন্দোলনের কর্মীদের কাছে খুবই প্রাসঙ্গিক।

শোকসভার শুরুতে আবুল ফজল স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

শেয়ার করুন