ডেস্ক রিপোর্ট

২৮ জানুয়ারি ২০২৪, ১০:৪৭ অপরাহ্ণ

কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্র ফ্রন্টের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা ও র্যালী

আপডেট টাইম : জানুয়ারি ২৮, ২০২৪ ১০:৪৭ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক: সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এর ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাকৃবিতে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়। ২৮ জানুয়ারি বিকাল সাড়ে চারটায় বিজয় ৭১ প্রাঙ্গণে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনের উদ্ভোধন করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, কেন্দ্রীয় কমিটির শিক্ষা ও বিজ্ঞান বিষয়ক সম্পাদক গৌতম কর। এরপর একটি র‍্যালি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জব্বার মোড়স্থ সংগঠন কার্যালয়ে এসে শেষ হয়।

সংগঠনের সাধারণ সম্পাদক সঞ্জয় রায় এর সঞ্চলনায় ও সভাপতি রিফা সাজিদার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাফিকুজ্জামান ফরিদ।

বক্তারা বলেন, ” আজ রাষ্ট্র সর্বজনের শিক্ষার অধিকারের উপর সর্বাত্মক আক্রমণ নামিয়ে এনেছে। জাতীয় শিক্ষাক্রম ২০২১ প্রণয়ন ও বাস্তবায়ন এর মাধ্যমে বিজ্ঞান শিক্ষা সংকোন, মূল্যায়ন পদ্ধতি পরিবর্তন, পরীক্ষা তুলে দেয়ার মাধ্যমে শিক্ষাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছে। উচ্চশিক্ষার উপর আক্রমণ আরও বহু আগে থেকেই তারা শুরু করেছে। তাই আজ মানুষের শিক্ষার অধিকার সহ গণতান্ত্রিক সকল অধিকার রক্ষায় প্রয়োজন ঐক্যবদ্ধ আন্দোলন। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ছাত্র আন্দোলনের সেই শক্তি। যে সংগঠন তার প্রতিষ্ঠার পর থেকে অদ্যাবধি সর্বজনের শিক্ষার অধিকার নিশ্চিত করতে ও শিক্ষার উপর সকল আক্রমণের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে আসছে ও সামনেও এ ধারা অব্যাহত রাখবে।

আপনাদের সকলকে সেই আন্দোলনে শামিল হওয়ার আহবান জানাই”।

শেয়ার করুন