ডেস্ক রিপোর্ট
৬ জুন ২০২৪, ১১:২৯ অপরাহ্ণ
অধিকার ডেস্ক: ২০২৪-২৫ অর্থবছরের উন্নয়ন বাজেটের ৪০% কৃষিখাতে বরাদ্দের দাবিতে রংপুরে বাসদ(মার্কসবাদী)র মিছিল।
৬ জুন সংসদে উত্থাপিত বাজেট ২০২৪-২৫ এর উন্নয়ন বাজেটের ৪০% কৃষিখাতে, ২৫% শিক্ষা খাতে এবং কর্মসংস্থান সৃষ্টি, সর্বজনীন রেশন চালুর জন্য বাজেটে বিশেষ বরাদ্দ ও সরকারের মদতপুষ্ট বেনজীর, আজিজসহ লুটেরা-দুর্নীতিবাজদের বিচারের দাবিতে বাসদ(মার্কসবাদী) রংপুর জেলা শাখার উদ্যোগে শহরে বিক্ষোভ মিছিল শেষে পায়রা চত্তরে সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত সমাবেশে বক্তব্য রাখেন বাসদ মার্কসবাদী রংপুর জেলার আহ্বায়ক কমরেড আনোয়ার হোসেন বাবলু, সদস্য সচিব কমরেড আহসানুল আরেফিন তিতু প্রমূখ।