ডেস্ক রিপোর্ট

২০ ডিসেম্বর ২০২৩, ১১:০৯ অপরাহ্ণ

শিক্ষাক্রম ২০২১ স্থগিত করার দাবি ছাত্র ফ্রন্টের

আপডেট টাইম : ডিসেম্বর ২০, ২০২৩ ১১:০৯ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক: ছাত্র-শিক্ষক-শিক্ষাবিদসহ অংশীজনের মতামতের ভিত্তিতে ত্রুটি সংশোধন করে নতুন শিক্ষাক্রম প্রনয়ণ, শিক্ষাখাতে জিডিপি’র ৬ শতাংশ বরাদ্দ ও অবকাঠামোগত আয়োজন নিশ্চিত করা, সন্ত্রাস-দখলদারিত্বমুক্ত শিক্ষার গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করাসহ ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে ভোটাধিকার ও গণতন্ত্রের সংগ্রাম জোরদার করার দাবিতে সমাবেশ ও মিছিল করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।

আজ ২০ ডিসেম্বর’২৩ বুধবার বিকাল ৪.০০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভাবনের সামনে থেকে মিছিল করে টিএসসি রাজু ভাষ্কর্যের পাদদেশে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট শিক্ষাক্রম ২০২১; স্থগিতসহ ৫ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করেন।

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি মুক্তা বাড়ৈ এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সুহাইল আহম্মেদ শুভ, দপ্তর সম্পাদক অনিক কুমার দাস, অর্থ সম্পাদক সুলতানা আক্তার। সমাবেশ পরিচালনা করেন ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রায়হান উদ্দিন।

উক্ত সমাবেশে নেতৃবৃন্দ বলেন, শিক্ষাক্রম কারিকুলাম পরিবর্তন একটা মৌলিক বিষয়। এটা করতে হলে তা দীর্ঘ পরীক্ষা-নিরীক্ষা, যাচাই-বাছাই করে অংশীজনের মতামত গ্রহণ ও গবেষণার মাধ্যমে তা একসাথে নয় ধাপে ধাপে বাস্তবায়নের উদ্যোগ নেয়া প্রয়োজন। শিক্ষা কারিকুলাম-২০২১ এর ক্ষেত্রে এসব কিছুই দেখা যাচ্ছে না। উপরন্তু পুরো শিক্ষাক্রম একসাথে পরিবর্তন করার উদ্যোগ নিয়েছে। নেতৃবৃন্দ বলেন এই শিক্ষাক্রম রূপরেখার মাধ্যমে শিক্ষাক্ষেত্রে বৈষম্য বাড়বে। বর্তমান শিক্ষা কারিকুলাম শিক্ষার মৌলিক উদ্দেশ্যকে পাশ কাটিয়ে এক প্রকার কেরানি তৈরি করবে। যোগ্যতা দক্ষতার কথা বলা হলেও বাস্তবে তার কোনো প্রতিফলন এই শিক্ষা কারিকুলামের মাধ্যমে গড়ে তোলা সম্ভব নয়। নেতৃবৃন্দ বলেন, শিক্ষাখাতে বরাদ্দ বাড়াতে হবে, ছাত্র-শিক্ষক-শিক্ষাবীদসহ অংশীজনের মতামতের ভিত্তিতে ত্রুটি সংশোধন করে নতুন শিক্ষাক্রম প্রনয়ণ করতে হবে।

নেতৃবৃন্দ বলেন, বিজয়ের মাসে মানুষ বিজয় উৎযাপন করার পরিবর্তে একটা ভয়ংকর আতংকে দিন কাটাচ্ছে। এই মাসেই পাহাড়ে পিসিপির সাবেক সভাপতি বিপুল চাকমাসহ ৪ জন মানুষকে নির্মম ভাবে হত্যা করা হয়েছে। পাহাড়ে হত্যাকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে সুষ্ঠু বিচারের দাবি জানিয়ে বলেন, সারাদেশে আওয়ামী লীগ সরকারের ফ্যাসিবাদী দুঃশাসনের কবলে পতিত হয়েছে খেটে খাওয়া শ্রমজীবী মেহনতি মানুষ। কোন প্রকার জনমতের তোয়াক্কা না করে সরকার একটি একদলীয় সাজানো নির্বাচনের আয়োজন করতে যাচ্ছে। আগামী ৭ জানুয়ারি আরেক সার্কাসের আয়োজন করছে আওয়ামীলীগ। জনগণের শিক্ষা, স্বাস্থ্য, খাদ্যের নিরাপত্তা না দিয়ে তাদের একদলীয় শাসন দীর্ঘায়িত করার পাঁয়তারা করছে। ভিন্নমত, দলের উপর নির্বিচারে হামলা-মামলা করে জনমনে আতঙ্ক সৃষ্টি করছে। শিক্ষাঙ্গনে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করা, সন্ত্রাস-দখলদারিত্ব বন্ধ করাসহ সাম্প্রতিক ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন নেতৃত্বের উপর হামলার নিন্দা জানান।

শেয়ার করুন