ডেস্ক রিপোর্ট

১ নভেম্বর ২০২৩, ৮:৪৬ অপরাহ্ণ

পোশাক শ্রমিক রাসেল ও ইমরান হত্যার জন্য দায়ীদের বিচার দাবি

আপডেট টাইম : নভেম্বর ১, ২০২৩ ৮:৪৬ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক: পোশাক শ্রমিক রাসেল ও ইমরান হত্যার জন্য দায়ীদের বিচার ও পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ২৩ হাজার টাকার দাবি মেনে নেয়ার আহ্বান সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের।

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি মুক্তা বাড়ৈ ও সাধারণ সম্পাদক রায়হান উদ্দিন আজ ১ নভেম্বর সংবাদপত্রে দেওয়া এক বিবৃতিতে ন্যূনতম মজুরি ২৩ হাজার টাকার দাবিতে আন্দোলনরত পোশাক শ্রমিকদের উপর আওয়ামী-যুবলীগের হামলাসহ পুলিশের গুলিবর্ষণ এবং দুইজন পোশাক শ্রমিক নিহত হওয়ার ঘটনায় নিন্দা ও তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। একই সাথে অবিলম্বে এই হত্যাকাণ্ডের বিচার ও শ্রমিক পরিবারকে ক্ষতিপূরণ দেয়ার দাবি জানিয়েছেন।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বিগত এক সপ্তাহের বেশি সময় ধরে বিভিন্ন শিল্পাঞ্চলে গার্মেন্টস শ্রমিকরা মজুরি বৃদ্ধির দাবিতে রাস্তায় নেমেছে। দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও মূল্যস্ফীতিতে সারা দেশের সাধারণ মানুষের মতো পোশাক শ্রমিকরা দিশেহারা, ৮৩০০ টাকা বেতনে পরিবার চালানো কষ্টসাধ্য। বাংলাদেশের প্রধান রপ্তানী খাত গার্মেন্টস শিল্পের প্রাণ গার্মেন্টস শ্রমিকরা। যে গার্মেন্টস শ্রমিকদের রক্ত-ঘামের বিনিময়ে অর্জিত বৈদেশিক মুদ্রা দিয়ে রাষ্ট্র পরিচালিত হয়, সেই শ্রমিকদের ন্যায্য মজুরির দাবিকে দমন করতে গার্মেন্টস মালিকের পক্ষ নিয়ে পুলিশের গুলি চালানো এক বর্বরোচিত ঘটনা। মিরপুরে স্থানীয় কাউন্সিলর ও যুবলীগ নেতার নেতৃত্বে গার্মেন্টেসের ভিতরে ঢুকে ইপিলিয়ন গার্মেন্টেসের আন্দোলনরত শ্রমিকদের উপর ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা এবং হামলাকারী সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান।

বিবৃতিতে অবিলম্বে পোশাক শ্রমিকের মজুরি ২৩ হাজার টাকার দাবি মেনে নিয়ে পোশাক শ্রমিক রাসেল ও ইমরান হত্যার বিচার এবং নিহতদের পরিবারে আজীবন আয়ের সমান ক্ষতিপূরণ দেয়ার জোর দাবি জানান। একইসাথে হামলায় আহতদের বিনা খরচে চিকিৎসা ও ক্ষতিগ্রস্তদের যথাযথ ক্ষতিপূরণ প্রদান করা এবং হামলাকারী পুলিশ, আওয়ামীলীগ, যুবলীগের সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করে বিচারের জোর দাবি জানান।

শেয়ার করুন