ডেস্ক রিপোর্ট

১ অক্টোবর ২০২৩, ১০:১৫ অপরাহ্ণ

ছাত্র ইউনিয়নের র‍্যালির স্লোগানকে ভুয়া তথ্যের মাধ্যমে প্রচারের প্রতিবাদ

আপডেট টাইম : অক্টোবর ১, ২০২৩ ১০:১৫ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক: “সিলেট ভয়েস” এর ফেসবুক পেজ থেকে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সম্মেলনের র‍্যালির স্লোগানকে ভুয়া তথ্যের মাধ্যমে প্রচারের প্রতিবাদ।

গতকাল (৩০ সেপ্টেম্বর, ২০২৩) বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদের ৩৬ তম সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনের র‍্যালিতে সংগঠনের ঐতিহ্যবাহী স্লোগান “বাহান্নের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার” এবং “একাত্তরের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার” পরিবেশিত হয়। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে কতিপয় ব্যক্তি অভিযোগ উত্থাপন করেন আমরা “৭৫ এর হাতিয়ার” স্লোগান পরিবেশন করেছি। “সিলেট ভয়েস” নিউজ পোর্টালের ফেসবুক পেজে একই ক্যাপশন সংযুক্ত করে আমাদের র‍্যালির ভিডিও প্রচার করা হয়।

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ১৯৭৫ সালে সংগঠিত নৃশংস হত্যাকান্ডের বিরুদ্ধে প্রথম প্রতিবাদকারী সংগঠন। আমাদের সংগঠনের বিরুদ্ধে ভুয়া অপপ্রচার তাই রাজনৈতিকভাবে উদ্দেশ্যমূলক বলে আমরা মনে করি। এবং “সিলেট ভয়েস” নিউজপোর্টালের এই দায়িত্ববোধহীন সংবাদ পরিবেশনের তীব্র নিন্দা জ্ঞাপন করছি।

শেয়ার করুন