ডেস্ক রিপোর্ট

২৪ আগস্ট ২০২২, ৮:৫৪ অপরাহ্ণ

খুলনায় নারী ও শিশু নির্যাতন মামলা, ৪ জনের যাবজ্জীবন

আপডেট টাইম : আগস্ট ২৪, ২০২২ ৮:৫৪ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: নারী ও শিশু নির্যাতন আইনে ৪ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে, আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (২৪ আগস্ট) বিকেলে খুলনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক আবদুস ছালাম খান এ রায় ঘোষণা করেন। ওই আদালতের বেঞ্চ সহকারী মো. রুবেল খান এ তথ্য নিশ্চিত করেছেন।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন শিউলী বেগম, হাসিনা (পলাতক), আবদুর রব ওরফে রাহুল (পলাতক) ও আমিন। এ মামলায় আজগর আলী গাজী ও রেজাউল সরকারকে খালাস প্রদান করা হয়েছে।

শেয়ার করুন