ডেস্ক রিপোর্ট
২৪ ফেব্রুয়ারি ২০২২, ১:০১ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: রাজধানীর শাহবাগ থেকে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা উত্তরা বিভাগ। এসময় তাদের কাছ থেকে ৫ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে।
গ্রেপ্তাররা হলেন মো. সিরাজুল ইসলাম ইমরান ও মো. মাহফুজুর রহমান। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) ডিবি উত্তরা জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার বদরুজ্জামান জিল্লু এ তথ্য নিশ্চিত করেছেন।
বদরুজ্জামান জিল্লু বলেন, বুধবার দিবাগত রাতে খবর পাওয়া যায়, শাহবাগের হযরত গোলাপ শাহ (রঃ) জামে মসজিদের সামনের রাস্তায় কয়েকজন মাদক কারবারি ইয়াবাসহ অবস্থান করছেন। পরে সেখানে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে পুলিশ সিরাজুল ও মাহফুজুরকে গ্রেপ্তারে সক্ষম হয়। এ সময় তাদের কাছ থেকে ৫ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।
শাহবাগ থানায় দায়ের করা মামলায় গ্রেপ্তারদের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।