ডেস্ক রিপোর্ট
২৭ জানুয়ারি ২০২২, ৯:০৮ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: নির্বাচন কমিশন আইন ফ্যাসিবাদী দুঃশাসন বহাল রাখার হাতিয়ার হয়ে উঠবে বলে মন্তব্য করেছেন বাসদ (মার্কসবাদী) কেন্দ্রীয় বিশেষ সাংগঠনিক সম্মেলন প্রস্তুতি কমিটির নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার, ২৭ জানুয়ারি বাসদ (মার্কসবাদী) কেন্দ্রীয় বিশেষ সাংগঠনিক সম্মেলন প্রস্তুতি কমিটিরআহ্বায়ক কমরেড মানস নন্দী এবং সদস্যসচিব কমরেড মাসুদ রানা সংবাদমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে এই মন্তব্য করেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, “রাষ্ট্রপতি ঘোষিত ব্যর্থ প্রহসনমূলক সংলাপের পর তড়িঘড়ি করে আইনের খসড়া মন্ত্রীসভায় অনুমোদন, সংসদীয় স্থায়ী কমিটির অনুমোদন এবং সংসদে বিল উত্থাপন ও পাশ করার মধ্য দিয়ে সকল রাজনৈতিক দল—নাগরিক সমাজসহ সর্বস্তরের জনমতকে যেভাবে পদদলিত করা হলো, তা আরও একটি কালো অধ্যায় সৃষ্টির সামিল। এর মধ্য দিয়ে পুরনো প্রজ্ঞাপনকে কার্যত আইনী মোড়ক দেওয়া হলো।”
নেতৃবৃন্দ আরও বলেন, “সরকার স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করছে, অথচ সংবিধানে উল্লেখ থাকা সত্ত্বেও আওয়ামী লীগসহ বিগত সরকারগুলোর ক্ষমতাকেন্দ্রিক দলীয় সংকীর্ণ স্বার্থে এযাবত নির্বাচন কমিশন আইন প্রণয়ন করেনি। অথচ এখনও দলীয় স্বার্থেই সংগোপনে জনমতকে উপেক্ষা করে সম্পূর্ণ আজ্ঞাবহ কমিশন গঠনের নীলনকশা বাস্তবায়ন করা হলো।”
নেতৃবৃন্দ ‘নির্বাচন কমিশন আইন’ বাতিলের দাবিতে সকল বামপন্থী, গণতান্ত্রিক দল—শক্তিসহ সর্বস্তরের জনগণের প্রতি ঐক্যবদ্ধ গণআন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।