ডেস্ক রিপোর্ট

৩১ ডিসেম্বর ২০২১, ৯:২৪ অপরাহ্ণ

এক বছরে ১৩২১ নারী ধর্ষণের শিকার হয়েছেন

আপডেট টাইম : ডিসেম্বর ৩১, ২০২১ ৯:২৪ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: গত এক বছরে (২০২১ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ে) সারাদেশে অন্তত ১ হাজার ৩২১ জন নারী ধর্ষণ ও সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। আর সে হিসেবে বাংলাদেশে গড়ে প্রতি সাড়ে ছয় ঘণ্টা পরপর একটি করে ধর্ষণের ঘটনা ঘটেছে।

শুক্রবার (৩১ ডিসেম্বর) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি ২০২১ : আইন ও সালিশ কেন্দ্রের পর্যালোচনা’ শীর্ষক অনুষ্ঠানে এ তথ্য প্রকাশ করে আইন ও সালিশ কেন্দ্র (আসক)।

আসকের তথ্য অনুযায়ী, ২০২১ সালে সারাদেশে ধর্ষণ ও সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন মোট ১ হাজার ৩২১ জন নারী। এর মধ্যে ধর্ষণ পরবর্তী হত্যার শিকার হয়েছেন ৪৭ জন এবং ধর্ষণের পর আত্মহত্যা করেছেন ৯ জন। আর গত বছর (২০২০ সালে) ধর্ষণের শিকার হয়েছিলেন ১ হাজার ৬২৭ জন নারী এবং ২০১৯ সালে এই সংখ্যা ছিল ১ হাজার ৪১৩ জন নারী।

একইসঙ্গে দেশে গত এক বছরে ধর্ষণ, বন্দুকযুদ্ধ, রাজনৈতিক সহিংসতা, নির্যাতন, সংখ্যালঘুদের উপর হামলাসহ বিভিন্ন ঘটনায় ৮০ জন বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বলেও অনুষ্ঠানে জানানো হয়। এসব ঘটনায় চলতি বছরকে মানবাধিকার লঙ্ঘনের চরমতম বছর বলে মনে করছে সংস্থাটি।

অনুষ্ঠানে লিখিত বক্তব্য তুলে ধরেন সংগঠনটির মহাসচিব মো. নূর খান। বক্তব্যে তিনি বিভিন্ন বিচারবহির্ভূত হত্যাকাণ্ডকে ঠান্ডা মাথার খুন বলে অভিহিত করেন। এ জন্য গত ১০-১২ বছরের বিভিন্ন বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের তদন্তে একটি আলাদা কমিশন গঠনেরও প্রস্তাব করেন তিনি।

নূর খান বলেন, গত কয়েক বছরের মানবাধিকার পরিস্থিতির সঙ্গে এ বছরের পরিস্থিতি পর্যালোচনা করলে আমরা দেখতে পারি, মানুষের যতটুকু সহ্য করার ক্ষমতা রয়েছে তা পার হয়ে গেছে। এদিক থেকে চলতি বছর মানবাধিকার লঙ্ঘনের চরমতম বছর।

শেয়ার করুন