ডেস্ক রিপোর্ট
২০ আগস্ট ২০২১, ৩:৫৬ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু কমেছে। এই সময়ে সাত জন মারা গেছেন। একই সময়ে ৩২১ জনের করোনা শনাক্ত হয়েছে। মৃতদের মধ্যে ছয় জন সিলেটের ও এক জন সুনামগঞ্জের বাসিন্দা। শুক্রবার (২০ আগস্ট) দুপুরে বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ডা. হিমাংশু লাল রায় এ তথ্য জানান।
২৪ ঘণ্টায় শনাক্তদের মধ্যে সিলেট জেলার ১৫৫, সুনামগঞ্জের ৩৬, হবিগঞ্জের ৩৮ ও মৌলভীবাজারের ৪৮ জন। এছাড়া সিলেটের এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ৪৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫০ হাজার ৮৪১ জনে। তাদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ২৭ হাজার ১৪৯, সুনামগঞ্জে পাঁচ হাজার ৮৭৮, হবিগঞ্জে ছয় হাজার ১১৩ ও মৌলভীবাজারে সাত হাজার ৩৯৭ জন। আর ওসমানী মেডিক্যালে চিকিৎসাধীন মোট চার হাজার ৩০৪ জনের করোনা শনাক্ত হয়েছে।
এদিকে বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের দেওয়া তথ্যমতে, সিলেটে করোনায় মোট ৯৬০ জন মারা গেছেন। তাদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৭০০, সুনামগঞ্জে ৬৪, হবিগঞ্জে ৪৬, মৌলভীবাজারে ৬৯ ও ওসমানী মেডিক্যালে চিকিৎসাধীন ৮১ জন।