ডেস্ক রিপোর্ট

৫ জুলাই ২০২২, ৭:৪৮ অপরাহ্ণ

চট্টগ্রামে বেশি দামে পণ্য বিক্রি করায় ১০ জনকে জরিমানা

আপডেট টাইম : জুলাই ৫, ২০২২ ৭:৪৮ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: চট্টগ্রামের বোয়ালখালীতে বেশি দামে পণ্য বিক্রি করায় ১০ ব্যবসায়ীকে ১৮ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (৫ জুলাই) দুপুরে উপজেলার গোমদণ্ডী ফুলতল ও শাকপুরা চৌমুহনী বাজারে অভিযান চালিয়ে তাদের জরিমানা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা আকতার।

সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা আকতার বলেন, বেশি দামে নিত্যপণ্য বিক্রির করায় গোমদণ্ডী ফুলতল এলাকার ব্যবসায়ী মো. শফিকে তিন হাজার টাকা, আবুল হাসেম, আবদুল শুক্কুর, সিরাজুল হক, শাকপুরা বাজারের ব্যবসায়ী জাকির হোসেন, জামাল উদ্দিন ও মো. জাহাঙ্গীর আলমকে দুই হাজার টাকা করে এবং শওকত আলম, বিষু বৈদ্য ও অন্য এক ব্যক্তিকে ৫০০ টাকা করে জরিমানা করা হয়েছে।

পাশাপাশি আগামীতে নিত্যপণ্যের দাম বেশি না নেওয়ার বিষয়ে সবাইকে সতর্ক করা হয় বলে জানান তিনি।

শেয়ার করুন