ডেস্ক রিপোর্ট
১১ ফেব্রুয়ারি ২০২৫, ৬:৫৫ অপরাহ্ণ
অধিকার ডেস্ক: বাংলা একাডেমির বই মেলার সব্যসাচী স্টলে ধর্মীয় সাম্প্রদায়িক গোষ্ঠীর হামলা ও প্রকাশক ভব শতাব্দীকে গ্রেপ্তারের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ।
বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশীদ ফিরোজ আজ ১১ ফেব্রæয়ারি ২০২৫ সংবাদপত্রে দেওয়া এক বিবৃতিতে বাংলা একাডেমির বই মেলার স্টলে ধর্মীয় সাম্প্রদায়িক গোষ্ঠীর হামলা ও প্রকাশককে গ্রেপ্তারের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন।
বিবৃতিতে তিনি বলেন, বাংলা একাডেমির বই মেলা বাঙালি জাতির প্রাণের মেলা, বাঙালির অস্তিত্বের শিকড়। একে বারে বারেই কলুষিত করা, প্রশ্নবিদ্ধ করা সর্বপরি ধ্বংস করতে প্রতিনিয়তই ধর্মীয় উগ্রবাদী সাম্প্রদায়িক শক্তি উদ্ধত হয়েছে। ইতিপূর্বে অধ্যাপক হুমায়ুন আজাদের উপর হামলা, অভিজিৎ রায়কে হত্যা, প্রকাশক দিপনকে হামলা হত্যা করেছে উগ্রবাদী জঙ্গীগোষ্ঠী। কোন ঘটনারই বিচার না হওয়ায় একের পর এক হামলার ঘটনা ঘটাতে সাহস দেখাচ্ছে সাম্প্রদায়িক ধর্মান্ধ গোষ্ঠী। এরই ধারাবাহিকতায় গতকাল ১০ ফেব্রæয়ারি ২০২৫ বই মেলায় সব্যসাচী স্টলে ও প্রকাশক ভব শতাব্দীর উপর উগ্রবাদী ধর্মান্ধরা নারায়ে তাকরিব ¯েøাগান দিয়ে হামলা করেছে। অথচ পুলিশ হামলাকালীদের গ্রেপ্তার না করে প্রকাশককে গ্রেপ্তার ও স্টল বন্ধ করে দিয়েছে। যা প্রকান্তরে জঙ্গী সন্ত্রাসীদেরকেই রাষ্ট্রের পৃষ্ঠপোষকতা করার সামিল।
বিবৃতিতে কমরেড ফিরোজ অবিলম্বে প্রকাশক ভব শতাব্দির মুক্তি, স্টল খুলে দেওয়া এবং হামলাকারীদের গ্রেপ্তার, বিচার ও শাস্তির দাবি করেন।
অপর এক বিবৃতিতে কমরেড ফিরোজ গতকাল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগের সুপারিশ প্রাপ্তদের অবস্থান কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জ, জলকামানের গরম পানি নিক্ষেপ ও নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। বিবৃতিতে তিনি বলেন, পুলিশের এহেন আচরণ বিগত ফ্যাসিস্ট হাসিনার শাসনামাললেরই পুনরাবৃত্তি।
বিবৃতিতে তিনি বলেন, দেড় হাজার মানুষের শহীদী মৃত্যুবরণ ও ২০ হাজার মানুষের পঙ্গুত্ববরণের মধ্যদিয়ে যে গণঅভ্যুত্থান সংগঠিত হলো পুলিশ, রাষ্ট্র ও সরকারের এহেন আচরণ সেই চেতনাকে ধুলিস্যাৎ করে দিচ্ছে। তিনি অবিলম্বে চাকুরী প্রার্থীদের ন্যায়সঙ্গত দাবি আলোচনার মাধ্যমে সমাধানের দাবি জানান। একই সাথে হামলাকারী পুলিশের বিচার দাবি করেন।