ডেস্ক রিপোর্ট

১৮ অক্টোবর ২০২৪, ১০:৪৭ অপরাহ্ণ

মুক্তিযুদ্ধ-ইতিহাস-ঐতিহ্য অস্বীকার করে দেশ ও জাতির মঙ্গল আসবে না: বাসদ

আপডেট টাইম : অক্টোবর ১৮, ২০২৪ ১০:৪৭ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক: বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশীদ ফিরোজ আজ ১৮ অক্টোবর ২০২৪ সংবাদ পত্রে দেওয়া এক বিবৃতিতে অন্তর্বর্তী সরকারের দেয়া কতিপয় সিদ্ধান্তে তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করে বলেছেন, মিমাংসিত বিষয়ে অহেতুক বিতর্ক সৃষ্টি করে জাতিকে বিভক্ত করা জুলাই অভ্যুত্থানের বৈষম্য বিরোধী চেতনাকে খর্ব করতে পারে, জনগণের ঐক্যের শক্তিকে বিভক্ত করতে পারে।

বিবৃতিতে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের কাজ রাষ্ট্রের সংস্কার কাজে মনযোগ দেওয়া, দ্রæত জুলাই হত্যাকান্ডের বিচার নিশ্চিত করা, দ্রব্যমূল্য ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা। এটা না করে ‘রিসেট বাটন পুশ’ মুক্তিযুদ্ধের প্রেরণাদায়ী ৭ মার্চ, ৪ নভেম্বর ইত্যাদি বিতর্ক সৃষ্টি মোটেও কাম্য নয়।

বিবৃতিতে কমরেড ফিরোজ বলেন, ’৫২-র ভাষা আন্দোলন, ’৬২-র শিক্ষা আন্দোলন, ’৬৬-র ছয় দফা আন্দোলন, ’৬৯ এর গণঅভ্যুত্থান, ’৭০-এর নির্বাচন এর ধারাবাহিকতায় ৭ মার্চ এর ভাষণ, ’৭১-এর মুক্তিযুদ্ধ, স্বাধীনতাত্তোর ’৯০ এর গণঅভ্যুত্থান ও জুলাই ’২৪ গণঅভ্যুত্থান সবকিছুই বাঙালি জাতির গর্বের বিষয়, ইতিহাস ও ঐতিহ্যের অংশ। একে অস্বীকার করে দেশ-জাতির মঙ্গল আসবে না।

একথা ঠিক মুক্তিযুদ্ধ ছিল জনযুদ্ধ, কিন্তু মুক্তিযুদ্ধের চেতনাকে আওয়ামী লীগ দলীয়করণ করে চেতনার ব্যবসায় পরিণত করেছিল। একদল মুক্তিযুদ্ধের চেতনার ব্যবসা, আরেকদল ধর্মের ব্যবসা করে চলেছে। স্বাধীনতাত্তোর ৫২ বছরে সব সরকারই মুক্তিযুদ্ধের চেতনার বিপরীতে দেশ পরিচালনা করে এ হাল দাঁড় করিয়েছে। কিন্তু আওয়ামী লীগের তথা শেখ হাসিনার সরকারের অপকর্মের দায়ে মুক্তিযুদ্ধ, ৭ মার্চসহ ইতিহাস ঐতিহ্যকে ধ্বংস করা কোন ক্রমেই কাম্য নয়।
বিবৃতিতে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের এমন কোন কাজ বা উপদেষ্টামন্ডলীর এমন কোন কথা বার্তা বলা ঠিক হবে না যাতে অভ্যুত্থানকারী শক্তির মধ্যে বিভক্তি তৈরি হয়। কারণ এই সরকার ব্যর্থ হলে দেশ ও জনগণ মারাত্মক হুমকীতে পড়বে যা কারোই কাম্য হতে পারে না।

বিবৃতিতে তিনি গণঅভ্যুত্থান ’২৪ এর চেতনায় বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে অবিলম্বে সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের জন্য যতটুকু সংস্কার প্রয়োজন তা করে দ্রæত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ও নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবি জানিয়েছেন।

 

শেয়ার করুন