ডেস্ক রিপোর্ট

৭ সেপ্টেম্বর ২০২৪, ১১:৫১ অপরাহ্ণ

আগামী ১০ সেপ্টেম্বর ’২৪ মঙ্গলবার দেশব্যাপী দাবি দিবস পালন করুন

আপডেট টাইম : সেপ্টেম্বর ৭, ২০২৪ ১১:৫১ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক: বাম গণতান্ত্রিক জোট কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সমন্বয়ক কমরেড বজলুর রশীদ ফিরোজ জোটের পক্ষ থেকে আজ ৭ সেপ্টেম্বর ’২৪ সংবাদপত্রে দেয়া এক বিজ্ঞপ্তিতে জানানো হয় আগামী ১০ সেপ্টেম্বর ২০২৪ মঙ্গলবার বাম জোটের উদ্যোগে সারা দেশে দাবি দিবস পালন করা হবে।

বিশেষ ট্রাইব্যুনালে জুলাই-আগস্ট হত্যাকাণ্ডের বিচার; আইন শৃংখলা পরিস্হিতি নিয়ন্ত্রণ; দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যাবস্হা গ্রহণ, রেশনিং চালু; খেলাপি ঋণ ও পাচারের টাকা উদ্ধার, দুর্নীতিবাজ, ঋণখেলাপি, অর্থ পাচারকারীদের বিচার, সম্পদ বাজেয়াপ্ত; সংস্কারের রূপরেখাসহ রোডম্যাপ ঘোষণা ও সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি চালুসহ নির্বাচন ব্যাবস্হার সংস্কার; গণতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে রাজনৈতিক দলসমূহের সাথে আলোচনা শুরু করার দাবিতে সারাদেশে সমাবেশ, মানববন্ধন ও মিছিলের মাধ্যমে দিবস পালিত হবে। কেন্দ্রীয় পরিচালনা পরিষদের পক্ষ থেকে সারাদেশের জেলা উপজেলা শাখা বাম জোটকে উক্ত কর্মসূচি সফল করার জন্য উদ্যোগ নেয়ার আহ্বান জানানো হয়।

ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহের বক্তব্যে উদ্বেগ প্রকাশ ও ব্যাখ্যা দাবি।

বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বাসদ সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সভাপতি মোঃ শাহ আলম, সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বাসদ (মার্কসবাদী) সমন্বয়ক মাসুদ রানা, সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আব্দুল আলী আজ ৭ সেপ্টেম্বর সংবাদপত্রে দেয়া এক বিবৃতিতে বলেন, ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ ভারতের সেনাবাহিনীকে অপ্রত্যাশিত ঘটনা মোকাবিলায় প্রস্তুত থাকতে এবং বক্তব্যে বাংলাদেশের নাম উল্লেখ করে যেভাবে কথা বলা হয়েছে, যা প্রচার মাধ্যমে আমরা জেনেছি, সেটি মুক্তিযুদ্ধের মধ্যদিয়ে অর্জিত বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য উদ্বেগ জনক।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ইজরাইল-হামাস যুদ্ধ, যা মার্কিন সাম্রাজ্যবাদের মদদে ইজরায়েলের চাপিয়ে দেওয়া যুদ্ধ এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সাথে বর্তমান বাংলাদেশের পরিস্থিতিকে তুলনা কোনভাবেই গ্রহণযোগ্য নয়। প্রতিবেশি দেশের দায়িত্বশীল মন্ত্রীর পক্ষ থেকে এ ধরনের বক্তব্য অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সাম্প্রতিক সময়ে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশের ছাত্র-জনতা ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়েছে। এ সময়ে প্রতিবেশি দেশের মন্ত্রীর এ ধরনের বক্তব্য দুই দেশের পারষ্পরিক সম্পর্ক উন্নয়নে সহায়ক হবেনা। বিবৃতিতে নেতৃবৃন্দ রাজনাথ সিংহের বক্তব্য সম্পর্কে ভারত সরকারের কাছে সুস্পষ্ট ব্যাখ্যা দাবি করেন।

একই সাথে ভারত ও বাংলাদেশের জনগণের সম্পর্ক দৃঢ় করা এবং ভারতের সাথে ঝুলে থাকা তিস্তাসহ অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা, বাণিজ্য ঘাটতি দূরসহ বিভিন্ন সমস্যার সমাধানে বাংলাদেশ সরকার ও ভারতকে উদযোগী হওয়ারও আহ্বান জানানো হয় বিবৃতিতে।

শেয়ার করুন