ডেস্ক রিপোর্ট

২৭ জুলাই ২০২৪, ১১:২৯ অপরাহ্ণ

ব্লকরেডই দিয়ে গণগ্রেপ্তার ও গ্রেপ্তার বাণিজ্য বন্ধ করার দাবি

আপডেট টাইম : জুলাই ২৭, ২০২৪ ১১:২৯ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক: হাসপাতাল থেকে চিকিৎসাধীন নাহিদসহ তিন সমন্বয়ককে গ্রেফতার নজিরবিহীন ন্যাক্কারজনক ঘটনা, অবিলম্বে মুক্তি দাবি করেছেন বাম গণতান্ত্রিক জোট, ফ্যাসিবাদ বিরোধী বাম মোর্চা এবং বাংলাদেশ জাসদ এর নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ আন্দোলনে নিহত আহতদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা ও ব্লকরেডই দিয়ে গণগ্রেপ্তার ও গ্রেপ্তার বাণিজ্য বন্ধ করার দাবি জানান।

বাম গণতান্ত্রিক জোট, ফ্যাসিবাদ বিরোধী বাম মোর্চা এবং বাংলাদেশ জাসদ এর নেতৃবৃন্দের এক যৌথসভা আজ ২৭ জুলাই ২০২৪ সকাল ১১টায় পুরানা পল্টনস্থ সিপিবি কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

সভার এক প্রস্তাবে হাসপাতালে চিকিৎসাধীন নাহিদসহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তিনজন সমন্বয়ককে গ্রেফতারকে নজিরবিহীন ও ন্যাক্কারজনক ঘটনা বলে অভিহিত করে অবিলম্বে তাদের মুক্তি ও জনসন্মুখে আনার দাবি জানানো হয়। সভার প্রস্তাবে বলা হয়, সাদা পোশাকে হাসপাতাল থেকে গ্রেফতার আইন বহির্ভুত ও অমানবিক।

সভার অপর এক প্রস্তাবে ব্লক রেইড দিয়ে হেলিকপ্টার থেকে দিয়ে সার্চলাইট জ্বালিয়ে হাজার হাজার নিরিহ ছাত্র-জনতাকে গণগ্রেপ্তার এবং এলাকায় ছাত্রলীগ-যুবলীগ যেভাবে আন্দোলনকারী ছাত্র-জনতার বাড়িঘর দেখিয়ে দিয়ে পুলিশ-র‌্যাবের সহযোগি মিলিশিয়া বাহিনী হিসেবে কাজ করছে তা পাকিস্তানী সেনাবাহিনীকে যেভাবে রাজাকার আল-বদরবাহিনী মুক্তিযুদ্ধাদের বাড়িঘর চিনিয়ে দিয়েছিল সেই কথাই স্মরণ করিয়ে দেয়। প্রস্তাবে অবিলম্বে দমন-পীড়ন-নির্যাতন ও গণগ্রেপ্তার বন্ধ করে কারফিউ প্রত্যাহার, সেনাবািহনী ব্যারাকে ফিরিয়ে নিয়ে স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করার দাবি জানানো হয়।

সভার অপর এক প্রস্তাবে ছাত্র আন্দোলনে নির্বিচার গুলিবর্ষণে নিহত ও আহতদের প্রকৃত তালিকা প্রকাশের দাবি জানিয়ে বলা হয়, রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আবু সাঈদ, বাবার কোলে মাথায় গুলিবিদ্ধ শিশু রিয়া গোপ, পড়ার টেবিলে গুলিবিদ্ধ সামির, পেটে গুলিবিদ্ধ শিশু হোসেন সহ নিহত ও আহত শত শত ছাত্র জনতার তালিকা প্রকাশ ও হত্যাকাণ্ডের বিচার করতে হবে। সভার প্রস্তাবে বলা হয়, ছাত্র জনতার উপর চালানো অর্ধ শতাব্দীর মধ্যে ভয়াবহতম আক্রমণ ও হত্যাযজ্ঞের দায় কাঁধে নিয়ে এই সরকারকে অবিলম্বে পদত্যাগ করেই সংকটের সমাধান করতে হবে।

বাম গণতান্ত্রিক জোট এর সমন্বয়ক ও বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষ, বাসদের সহকারী সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন, বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, বাংলাদেশ জাসদের স্থায়ী কমিটির সদস্য ডা. মুশতাক হোসেন, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বাসদ (মার্কসবাদী) সমন্বয়ক মাসুদ রানা, সমাজতান্ত্রিক পার্টির রুবেল সিকদার, বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের বেলাল চৌধুরী, নয়া গণতান্ত্রিক গণমোর্চার সভাপতি জাফর হোসেন, গণমুক্তি ইউনিয়নের সভাপতি নাসির উদ্দিন নাসু, বাসদ (মাহবুব) এর কেন্দ্রীয় নেতা মহিন উদ্দিন চৌধুরী লিটন, গণতান্ত্রিক গণমঞ্চের সভাপতি মাসুদ খান, বাসদ (মার্কসবাদী)-র জয়দ্বীপ ভট্টাচার্য, শহীদুল ইসলাম সবুজ প্রমুখ নেতৃবৃন্দ।

শেয়ার করুন