ডেস্ক রিপোর্ট
১৬ জুলাই ২০২৪, ১০:৪১ অপরাহ্ণ
অধিকার ডেস্ক: প্রগতিশীল শিক্ষক ফোরাম এর সভাপতি অধ্যাপক আবিদুর রেজা এবং সম্মেলন প্রস্তুতি কমিটির আহŸায়ক অধ্যাপক আবুল কাশেম ও সদস্য সচিব অধ্যক্ষ মোশায়েদ হোসেন ঢালী আজ ১৬ জুলাই ২০২৪ সংবাদপত্রে দেয়া এক বিবৃতিতে নিয়মতান্ত্রিক কোটা সংস্কার আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উপর বর্বর হামলার নিন্দা করেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সরকারি চাকুরিতে কোটা পদ্ধতির যৌক্তিক সংস্কারের দাবিতে শিক্ষার্থীরা নিয়মতান্ত্রিক শান্তিপূর্ণ আন্দোলন করে আসছিল। সরকারের দায়িত্বশীল পর্যায় থেকে অযাচিত মন্তব্য আন্দোলনকারীদের মধ্যে ক্ষোভের জন্ম দেয়। উক্ত আন্দোলন কোটা প্রথার সংস্কারের যৌক্তিক সমাধানের প্রক্রিয়ায় না গিয়ে এবং পরিস্থিতি প্রশমিত না করে পরিকল্পিতভাবে পুলিশ ও ছাত্রলীগ একত্রে হামলা করে। ফলে নিহত হয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ, ঢাকায় একজন, চট্রগ্রামে দু’জন, আহত অনেক ছাত্র ছাত্রী, আহত হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক খোন্দকার মো: লুৎফুল ইলাহীসহ আরও অনেকে।
নেতৃবৃন্দ মনে করেন দেশে প্রায় ৩০ লক্ষ গ্রাজুয়েট বেকার, শিক্ষাঙ্গনে সন্ত্রাস-দখলদারিত্ব, দেশে দুর্নীর্তি ও স্বজনপ্রীতি, চাকুরির পরীক্ষায় প্রশ্ন ফাঁস, জাতীয় জীবনে সৃষ্ট সংকট এবং গণতান্ত্রিক অধিকারহীনতা ছাত্রদের মনে যে ক্ষোভের সৃষ্টি হয়েছে বর্তমান আন্দোলন তারই বহি:প্রকাশ। এই যৌক্তিক আন্দোলন রাজনৈতিক সমাধানের পথ অনুসরণ না করে সহিংতার দিকে ঠেলে দেওয়া জাতির জন্য মোটেই কাম্য নয়। আমরা দ্রুত হামলাকারীদের আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি এবং একইসাথে কোটা প্রথার যৌক্তিক সংস্কারের ব্যপারে উদ্যোগ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।