ডেস্ক রিপোর্ট
১০ জুলাই ২০২৪, ৯:২৮ অপরাহ্ণ
অধিকার ডেস্ক: বাম গণতান্ত্রিক জোট কেন্দ্রীয় পরিচালনা কমিটি এক বিবৃতিতে বংশাল রোডের মিরনজিল্লা হরিজন পল্লীতে স্থানীয় কমিশনারের নেতৃত্বে ও পুলিশের উপস্থিতিতে হামলার নিন্দা করেছেন।
বাম গণতান্ত্রিক জোট কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সমন্বয়ক ও বাসদের সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশীদ ফিরোজ, সিপিবি’র সভাপতি কমরেড শাহ আলম, সাধারণ সম্পাদক কমরেড রুহিন হোসেন প্রিন্স, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক কমরেড মোশরেফা শিশু, বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক কমরেড ইকবাল কবীর জাহিদ, বাসদ (মার্কসবাদী) সমন্বয়ক কমরেড মাসুদ রানা ও বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি কমরেড আব্দুল আলী আজ ১০ জুলাই ২০২৪ সংবাদপত্রে দেয়া এক বিবৃতিতে হরিজন পল্লীতে দফায় দফায় হামলা, ভাংচুর ও আহত করার ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়ে বলেন, শত শত বছর ধরে বসবাসরত হরিজনদের উচ্ছেদ করার প্রচেষ্টা বন্ধ করতে হবে। হাই কোর্টের নির্দেশনা থাকার পরও সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নতুন বরাদ্দ দেয়ার নামে উচ্ছেদ তৎপরতা উদ্দেশ্যমুলক।
ওয়ার্ড কমিশনারের পাঠানো হামলাকারি সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি করে নেতৃবৃন্দ বলেন, মিরনজিল্লার হরিজন সম্প্রদায়ের নেতাদের সাথে আলোচনা না করে কোন ধরনের বরাদ্দ বা উচ্ছেদ তৎপরতা পরিস্থিতির অবনতি ঘটাবে। এ ধরনের হামলা ও উচ্ছেদ তৎপরতা বন্ধ করার জন্য কর্তৃপক্ষের প্রতি আহবান জানান।