ডেস্ক রিপোর্ট
৮ জুলাই ২০২৪, ১২:৩০ পূর্বাহ্ণ
অধিকার ডেস্ক: শিক্ষক মীনা চৌধুরী এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে। তার দুটো কিডনিই বিকল হয়ে গেছে। সহায় সম্বল যা ছিলো তা দিয়ে চিকিৎসা করে এখন একেবারেই অসহায় হয়ে সমাজের বিবেকবান মানুষের কাছে আর্থিক সাহায্যের জন্য আকুল আবেদন জানিয়েছেন। মীনা বিশ্বাস করেন চিত্তশালী বিত্তবান মানুষের সহায়তায় তিনি সুন্দর এই পৃথিবীর আলো বাতাসে বেঁচে থাকতে পারবেন। স্বামী এবং ফুটফুটে দুটো সন্তান নিয়ে আনন্দেই কাটছিলো সিলেট এমসি কলেজ শিশু বিদ্যালয়ের শিক্ষিকা মীনা রানী চৌধুরীর সুখের দিন। কিন্তু হঠাৎ করে সংসারে নেমে ‘এলো দুঃখের কালো মেঘ। মাস কয়েক আগে অসুস্থতা বোধ করলেও মীনা তা তেমন পাত্তা দেননি। এরপর অসুস্থতা বেড়ে গেলে তাকে ডাক্তার দেখানো হয়। আর তখনই মাথায় বাজ ভেঙে পড়ে। ধরা পড়ে কিডনি ডেমেজ।
একসময় দুটো কিডনিই নষ্ট হয়ে যায়। এখন কেঁদে কেঁদে কাটছে মীনার পরিবারের দিন। তার স্বামী সুজিত চক্রবর্তী সিলেট সিটি কর্পোরেশনের ২০ নম্বর ওয়ার্ডের টিলাগড়স্থ ৩৬/১ গোপালটিলার বাসিন্দা। তাদের রয়েছে দুটো মেয়ে। বড় মেয়ে অরিত্রিকা চক্রবর্তী মুন, বয়স ১১। ছোট মেয়ে অদৃজা চক্রবর্তী সাড়া, বয়স মাত্র ৬। শিক্ষক মীনা চৌধুরীর চিকিৎসার জন্য নেদারল্যান্ড ভিত্তিক সামাজিক সংগঠন ওঁম এর পক্ষ থেকে অনুদান প্রদান করা হয়েছে। সামাজিক সংগঠন ওঁম এর পক্ষে ১ লক্ষ ৬০ হাজার টাকার চেক গোপালটিলাস্থ মীনা চৌধুরীর বাসায় পৌঁছে দেওয়া হয়।
সুজিত চক্রবর্তী জানান, তার স্ত্রী মীনার চিকিৎসা করাতে তিনি সর্বস্বান্ত হয়ে গেছেন। ইতোমধ্যে ভারতে নিয়ে গিয়ে চিকিৎসা করিয়েছেন। ঢাকা ও সিলেটেও চলে চিকিৎসা। প্রায় ১৫ লক্ষ টাকা ইতোমধ্যে ব্যয় হয়ে গেছে। এখনো চিকিৎসা/থেরাপি চলছে। চিকিৎসা খুবই ব্যয়বহুল। সুজিত বলেন, আপাতত অন্তত ১টি কিডনী প্রতিস্থাপন করতে পারলে তার স্ত্রীর বাঁচার একটা উপায় হবে বলে ডাক্তার জানিয়েছেন। এতে ব্যয় হবে আনুমানিক ৩৫ থেকে ৪০ লক্ষ টাকা। কান্নাভেজা কণ্ঠে সুজিতের আকুতি, তার ছোট ছোট দুটো শিশুকন্যার দিকে তাকিয়ে তিনি স্থির থাকতে পারেন না। স্ত্রী মীনাকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কিন্তু আর পারছেন না। সুজিতের আয় রোজগার তেমন নেই। বাসার লাগোয়া ছোট্ট একটি দোকান দিয়ে কোনোরকমে টেনেটুনে চালান সংসার। স্ত্রী মীনার ব্যয়বহুল চিকিৎসা করানো তার পক্ষে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। এজন্য সুজিত চক্রবর্তী তার স্ত্রীর চিকিৎসার জন্য সমাজের বিত্তবান সহ সকল স্তরের বিবেকী মানুষের কাছে আর্থিক সহায়তা কামনা করেছেন। অবুঝ দুই শিশুর জন্য বাঁচতে চান মীনা, অসহায় মীনাকে বাঁচাতে এগিয়ে আসুন। বিকাশ- ০১৭৬০০৫১৪৬৩, নাম- Sujit chakraborty, Sonali Bank Name Sujit Chakraborty টিলাগড় শাখা, Account no, ৫৬৩১৭০১০১০২৫৩।