ডেস্ক রিপোর্ট
৩ জুলাই ২০২৪, ৫:০৪ অপরাহ্ণ
অধিকার ডেস্ক: বিশ্ববিদ্যালয় শিক্ষকদের চলমান আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করেছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট। একইসঙ্গে প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষকদের পৃথক বেতন কাঠামো, সর্বোচ্চ বেতন ভাতা, সামাজিক মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিতের দাবিও জানিয়েছে ছাত্র সংগঠনটি।
মঙ্গলবার (২ জুলাই) সংবাদ মাধ্যমে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি মুক্তা বাড়ৈ ও সাধারণ সম্পাদক রায়হান উদ্দিনের পাঠানো যৌথ বিবৃতিতে এ কথা বলা হয়।
বিবৃতিতে বলা হয়, প্রত্যয় স্কিমের নামে শিক্ষকদের সর্বজনীন পেনশনের আওতায় নিয়ে আসার সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে শিক্ষকরা আন্দোলন কর্মসূচি অব্যাহত রেখেছে। আমরা শিক্ষকদের এই দাবির প্রতি সমর্থন ও আন্দোলনের প্রতি সংহতি জানাই। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মনে করে, শিক্ষার কাঠামোকে মজবুত ভিতের উপর দাঁড় করাতে হলে শিক্ষকদের সম্মানজনক জীবনযাপনের নিশ্চয়তা বিধান করা জরুরি। তার জন্য প্রয়োজন শিক্ষকদের সর্বোচ্চ বেতন ভাতা, সামাজিক মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিতকরণ।
বিবৃতিতে নেতারা বলেন, এই দাবিকে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের পক্ষ থেকে আমরা অনেক আগে থেকেই সার্বিক শিক্ষা আন্দোলনের অংশ হিসেবে ছাত্র-শিক্ষক-জনসাধারণের কাছে উপস্থাপন করেছি। সরকার এই বিষয়ে উদ্যোগী তো হয়নি, উপরন্তু কর্মজীবন শেষে নিরাপত্তার প্রয়োজনে শিক্ষকরা যে পেনশন পেতেন সেটির পথও বন্ধ করে দেওয়া হলো। নতুন নিয়মে যে পেনশন সেবা চালু থাকবে তাতে রাষ্ট্রের ভূমিকা নগন্যই। শিক্ষায় বরাদ্দ প্রশ্নে এই রাষ্ট্র যেমন দায়হীন, একইরকম দায়হীন কর্মজীবন শেষে মানুষ গড়ার কারিগর এই শিক্ষকদের নিরাপত্তার প্রশ্নে।
সেখানে আরও বলা হয়, শাসক দলের ছাত্র সংগঠনের সন্ত্রাস-দখলদারিত্বের কারণে ক্যাম্পাসগুলোতে গণরুম-গোস্টরুমের মাধ্যমে শিক্ষার্থীদের নির্যাতন, সিট বাণিজ্য, ভর্তি বাণিজ্য, টেন্ডারবাজি, তোলাবাজির মাধ্যমে শিক্ষার পরিবেশ ধ্বংস করা হচ্ছে। শিক্ষকরা আজ আর আগের মতো জাতির বিবেক হিসেবে ভূমিকা রাখতে পারছেন না। শিক্ষাঙ্গনের নিজেদের বেতন-ভাতা, পেনশন ইত্যাদির পাশাপাশি শিক্ষাঙ্গনের উপর্যুক্ত সমস্যা নিরসনের দাবিতেও সোচ্চার হওয়ার জন্য আন্দোলনরত বিশ্ববিদ্যালয় শিক্ষকদের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে শিক্ষকদের সর্বোচ্চ বেতন ভাতা, সামাজিক মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিতেরও দাবি জানিয়েছেন।