ডেস্ক রিপোর্ট
১৭ মে ২০২৪, ১১:৩২ অপরাহ্ণ
অধিকার ডেস্ক: গার্ডিয়ান এসোসিয়েশন অব স্পেশাল চাইল্ড (GASC) এর সাধারণ সভা এবং কমিটি গঠন অনুষ্ঠান আজ শুক্রবার (১৭ মে ‘২০২৪ ইং:) নয়াসড়কস্থ কিশোরী মোহন বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।
সাধারণ সভায় গার্ডিয়ান এসোসিয়েশন অব স্পেশাল চাইল্ড এর আহবায়ক জমির আহমদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কমিটির উপদেষ্টা পরিষদের সদস্য প্রণব জ্যোতি পাল। সভায় বক্তব্য রাখেন কমিটির সদস্য সচিব খলিলুর রহমান, আব্দুল আলিম ভুঁইয়া, মাসুমা খানম, সাইফুল ইসলাম লিটন, ফরিদা ইয়াসমিন, সালমা বেগম, নাসরিন সুলতনা, সৈয়দা মনিরা, জামিল আহমদ প্রমুখ।
সভায় অভিভাবকবৃন্দ সংগঠনের কাজকে আরও গতিশীল করার ব্যপারে মতামত তোলে ধরেন। অভিভাবকদের জন্য কর্মশালার আয়োজন, সিলেটের অন্যান্য বিশেষ শিক্ষা প্রতিষ্ঠানে সংগঠনের যোগাযোগ বৃদ্ধি, আর্ট এন্ড অটিস্টিক স্কুলকে আরও প্রতিবন্ধি শিশুবান্ধব হিসেবে সক্ষমতা বৃদ্ধির জন্য অভিভাবকদের সংহতি বৃদ্ধির ব্যপারে কাজ গড়ে তোলার পরিকল্পনা সভায় বক্তারা তোলে ধরেন।
কমিটির উপদেষ্টা পরিষদের সদস্য জনাব প্রণব জ্যোতি পাল উনার বক্তব্যে বলেন, গার্ডিয়ান এসোসিয়েশন অব স্পেশাল চাইল্ড এর নব-নির্বাচিত দ্বি-বার্ষিক কমিটি যাতে বৃহত্তর পরিসরে কাজ করতে পারে সেই ক্ষেত্রে সকল সদস্য ও অভিবাবকদের আন্তরিকভাবে কাজ করতে হবে। তিনি বিশেষ শিশুদের জন্য “ডিজেবল কেয়ার সেন্টার” গড়ে তোলার পরিকল্পনা গ্রহনে সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান।
সভায় সর্বসম্মতিক্রমে GASC এর দ্বিবার্ষিক কমিটি নির্বাচন করা হয়। কমিটির আহবায়ক জনাব জমির আহমদকে সভাপতি এবং আব্দুল আলিম ভুঁইয়া কে সাধারণ সম্পাদক ঘোষনা করে এগারো সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেয়া হয়। অন্যান্যদের মধ্যে-সহ সভাপতি- খলিলুর রহমান, সহ সাধারণ সম্পাদক – আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক – সাইফুল ইসলাম লিটন, দপ্তর ও প্রচার সম্পাদক – আব্দুল মমিন, অর্থ সম্পাদক – মাসুমা খানম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক – ফরিদা ইয়াসমিন, সদস্য -জামিল আহমদ, সালমা বেগম, শাহিদুর রহমান সুমনকে নিয়ে
মোট ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।