ডেস্ক রিপোর্ট

৭ মে ২০২৪, ১:০৩ পূর্বাহ্ণ

সিসিকের লাগামহীন ও অযৌক্তিক হোল্ডিং ট্যাক্সের সিদ্ধান্ত বাতিলের দাবি

আপডেট টাইম : মে ৭, ২০২৪ ১:০৩ পূর্বাহ্ণ

শেয়ার করুন

সিলেট সিটি করপোরেশনের নতুন এসেসমেন্টের উপর ভিত্তি করে নগরবাসীর উপর হোল্ডিং ট্যাক্স আরোপ করেছে তা অযৌক্তিক,গণবিরোধী,অন্যার্য বলে মন্তব্য করেছেন সিলেটের প্রগতিশীল রাজনৈতিক ও ভুক্তভোগী নাগরিক বৃন্দ।

আজ সোমবার রাত আটটায় জিন্দাবাজারস্থ সিলেট নজরুল একাডেমিতে গণতান্ত্রী পার্টির সভাপতি মোঃ আরিফ মিয়ার সভাপতিত্বে ও বাসদ সিলেট জেলার আহবায়ক আবু জাফর এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় নেতৃবৃন্দ এই কথা বলেন।

সভায় উপস্থিতি ছিলেন ও বক্তব্য রাখেন সিলেট জেলা সিপিবি সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট বেদানন্দ ভট্টাচার্য, জাসদ জেলা সভাপতি লোকমান আহমেদ, সিলেট আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট এমাদ উল্ল্যাহ শহিদুল ইসলাম, সাম্যবাদী দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ব্রজপোপাল, সিপিবি জেলা সভাপতি সৈয়দ ফরহাদ হোসেন, বাসদ (মার্কসবাদী) জেলা আহবায়ক উজ্জ্বল রায়, ওয়ার্কার্স পার্টি জেলা সভাপতি সিকান্দর আলী, বিপ্লবী কমিউনিস্ট লীগের জেলা সভাপতি সিরাজ আহমদ, জাসদ মহানগর সভাপতি ফারুক আহমেদ, সাধারণ সম্পাদক গিয়াস আহমদ, গণতন্ত্রী পার্টির জেলা সাধারণ সম্পাদক জুনেদুর রহমান চৌধুরী, জাসদ জেলার সাধারণ সম্পাদক কে.এ কিবরিয়া, সাম্যবাদী আন্দোলন জেলা আহ্বায়ক সুশান্ত সিনহা সুমন, সিপিবি জেলা সাধারণ সম্পাদক খায়রুল হাছান, বিশিষ্ট সমাজসেবক সোলেমান আহমদ, মোঃ আব্দুল মোনায়েম, বাসদ জেলা নেতা জুবায়ের আহমদ চৌধুরী, মো: সদর উদ্দিন, শওকত আলী শান, মোঃ আহমেদ কিবরিয়া বকুল, এডভোকেট সুমিত শ্যাম পল, মুসা রেজা চৌধুরী, এনামুল হক, মোঃ আব্দুল খালিক, মোঃ আরজ চৌধুরী, আলা আহমেদ সেলিম, এম. এম. ছুহেল আহমেদ, দীনবন্ধু পাল, জিয়াউর রহমান, মোঃ নজরুল ইসলাম, বাসদ জেলা সদস্য সচিব প্রণব জ্যোতি পাল, ন্যাপ জেলা সাধারণ সম্পাদক ইসহাক ইবনে সাজিদ, গণতন্ত্রী পার্টির জেলা নেতা আজিজুর রহমান খোকন প্রমুখ।

নেতৃবৃন্দ বলেন, দেশে অর্থনৈতিক সংকট তীব্র থেকে তীব্রতর হচ্ছে। প্রতিদিন বাড়ছে নিত্যপণ্যের দাম। গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধি হচ্ছেও পাল্লা দিয়ে। মানুষের জীবনে নাভিশ্বাস উঠছে। ঠিক এই সময়ে সিলেট সিটি করপোরেশনের অযৌক্তিক হোল্ডিং ট্যাক্স আরোপ পুরো নগরবাসীর জীবনকে দুর্বিষহ করে তুলবে।’

নেতৃবৃন্দ নতুন এসেসমেন্টের উপর ভিত্তি করে হোল্ডিং ট্যাক্স আরোপের প্রক্রিয়া বাতিল করার আহবান জানান।

নেতৃবৃন্দ সিলেট সিটি করপোরেশন কর্তৃক আরোপিত অযৌক্তিক হোল্ডিং ট্যাক্স বাতিলের দাবিতে সোচ্চার হওয়ার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানান।

সভায় আগামী ৯ মে বৃহস্পতিবার বিকেল ৪ টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সিলেটের নাগরিক বৃন্দের ব্যানারে মানববন্ধন ও সমাবেশের কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মসূচি সফল করত সিলেট সিটি করপোরেশন সকল নাগরিকদের প্রতি আহবান জানানো হয়।

শেয়ার করুন