ডেস্ক রিপোর্ট
১ মার্চ ২০২৪, ১১:৫৬ অপরাহ্ণ
অধিকার ডেস্ক: অভিলম্বে বকেয়া মজুরি পরিশোধ করা সহ তারাপুর বাগানের শ্রমিকদের ন্যায়সংগত ৭ দফা দাবির সমর্থনে চা শ্রমিক অধিকার আন্দোলনের মানবন্দন সমাবেশ অনুষ্ঠিত।
তারাপুর চা বাগানের শ্রমিকদের ন্যায়সংগত ৭ দফা দাবি মেনে দ্রুত চা বাগান চালুর দাবিতে আজ বিকাল ৪ টাই চা শ্রমিক অধিকার আন্দোলনের উদ্দোগে লাক্কাতুরা রেষ্ট ক্যাম্প বাজারে মানবন্দন সমাবেশ অনুষ্ঠিত হয়।
মানবন্দন চলা কালীন সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় আহবায়ক রিদেশ মুদি, পরিচালনা করেন অরুণ মুদি।
সভায় বক্তব্য রাখেন বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন সিলেট জেলার সমন্নয়ক কমরেড সুশান্ত সিনহা সুমন, সংগঠনের সদস্য, সন্তোষ বাড়াইক, শেলী দাস, সন্তোষ নায়েক, হরি সবর প্রমুখ।
সভায় বক্তারা, তারাপুর বাগানের শ্রমিকদের ন্যায়সংগত ৭ দফা দাবি মেনে নিয়ে অভিলম্বে বকেয়া মজুরি পরিশোধ করা দাবি জানান।