ডেস্ক রিপোর্ট
২৯ ফেব্রুয়ারি ২০২৪, ৩:৩২ অপরাহ্ণ
অধিকার ডেস্ক: কবি ও লেখক সজল চৌধুরীর কাব্যগন্থ ‘সতত সত্যের খোঁজে’ এর মোড়ক উন্মোচন করা হয়েছে।
শনিবার (২৪ ফেব্রুয়ারি) ঢাকা অমর একুশে বইমেলায় সজল চৌধুরীর কাব্যগন্থ ‘সতত সত্যের খোঁজে’ এর মোড়ক উন্মোচন করা।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি ও লেখক ড.মির্জা গোলাম সারোয়ার পি পি এম, সৈয়দ মাজহারুল পারভেজ , বইমেলার সদস্য সচিব মোঃ গফুর হোসেন, প্রকাশক ও কবি মাদব চন্দ্র দাস, মিটুন দত্ত।
কবি ও লেখক সজল চৌধুরীর ‘সতত সত্যের খোঁজে’ কাব্যগন্থ লেখকের তৃতীয় কাব্যগন্থ।