ডেস্ক রিপোর্ট
১ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৩৬ পূর্বাহ্ণ
অধিকার ডেস্ক: সিলেটের মালনীছড়ায় মাইক্রোবাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। বুধবার (৩১ জানুয়ারি) বিকেলে সিলেট মহানগরীর এয়ারপোর্ট থানাধীন মালনীছড়া চা বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- হবিগঞ্জের চুনারুঘাট পৌর এলাকার ফিরুজ আহমদের ছেলে আশফাক-উজ-জামান (২১) ও মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বাসিন্দা মো. মেহদি আফনান (৩২)।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুনু মিয়া।
তিনি বলেন, বুধবার বিকেলে মালনীছড়া চা বাগান এলাকায় দাঁড়িয়ে থাকা একটি মাইক্রোবাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই একজন মারা যান। পরে গুরুতর আহত অন্যজনকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। মোটরসাইকেল ও মাইক্রোবাসটি থানা পুলিশের হেফাজতে রয়েছে।