ডেস্ক রিপোর্ট

২০ জানুয়ারি ২০২৪, ১২:২৩ পূর্বাহ্ণ

নির্বাচন নিয়ে টিআইবির বক্তব্য জনমতের প্রতিফলন : নজরুল ইসলাম

আপডেট টাইম : জানুয়ারি ২০, ২০২৪ ১২:২৩ পূর্বাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) বক্তব্য জনগণের মতের প্রতিফলন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, শুধু টিআইবি কেন, সবাই বলেছে নির্বাচন সুষ্ঠু হয়নি।

শুক্রবার (১৯ জানুয়ারি) সকালে শেরেবাংলা নগরে নির্বাচন নিয়ে টিআইবি বিএনপির পক্ষ নিয়ে কথা বলছে— আওয়ামী লীগ নেতাদের এমন বক্তব্যের প্রসঙ্গে জানতে চাইলে তিনি এসব কথা বলেন। এ সময় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষ্যে সমাধিতে শ্রদ্ধা জানান নেতাকর্মীরা।

তিনি আরও বলেন, নির্বাচন নিয়ে বিএনপি যা বলেছে তাও জনমতের প্রতিফলন। আমাদের কথার সঙ্গে যদি কারও কথা মিলে সেটা প্রসঙ্গ মেলানোর জন্য নয়। সেটা মিলে যায় সত্য বলার জন্য।

বাংলাদেশের নির্বাচন ও বিরোধী দলীয় নেতাকর্মীদের গ্রেপ্তার নিয়ে যুক্তরাষ্ট্রের বক্তব্যের প্রসঙ্গে জানতে চাইলে নজরুল ইসলাম বলেন, বাংলাদেশের গণমানুষের কথা যে বলবে তাকে আমরা ধন্যবাদ জানাই। জনগণ যা বলে সেটা গুরুত্বপূর্ণ, তারা এই স্বৈরচার সরকারের শাসন পছন্দ করে না। সরকার যে আমাদের নেত্রী খালেদা জিয়া ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ নেতাদের অন্যায়ভাবে গ্রেপ্তার করে রেখেছে আমরা তার নিন্দা জানাই। যারাই এই অন্যায়, অনাচার ও জুলুমের পক্ষে কথা বলে তাদেরকে ধন্যবাদ জানাই।

বিএনপির লড়াই সংগ্রামের মাধ্যমে দেশপ্রেমিক জনগণের সহায়তা দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করব বলেও মন্তব্য করেন তিনি।

প্রসঙ্গত, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন একপক্ষীয় ও পাতানো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়েছে বলে জানিয়েছে টিআইবি।

শেয়ার করুন