ডেস্ক রিপোর্ট

৪ জানুয়ারি ২০২৪, ৭:৪৪ অপরাহ্ণ

বিভিন্ন স্থানে বাম জোট এবং বিরোধী দলের গণসংযোগে হামলার নিন্দা ও প্রতিবাদ

আপডেট টাইম : জানুয়ারি ৪, ২০২৪ ৭:৪৪ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক: বাম গণতান্ত্রিক জোট কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সমন্বয়ক ও বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, জোটের পরিচালনা পরিষদের সদস্য সিপিবি’র সভাপতি মোহাম্মদ শাহ আলম, সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বাসদ (মার্কসবাদী)-র সমন্বয়ক মাসুদ রানা, সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আব্দুল আলী আজ ৪ জানুয়ারি ২০২৪ সংবাদপত্রে দেয়া এক বিবৃতিতে বাম গণতান্ত্রিক জোটের গণসংযোগ ও লিফলেট বিতরণকালে আওয়ামীলীগ-ছাত্রলীগ-যুবলীগ সন্ত্রাসীদের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, আগামী ৭ জানুয়ারি ২০২৪ একতরফা প্রহসনের ভোট বর্জনের আহ্বান জানিয়ে বাম জোটের নেতাকর্মীরা আজ বিকেলে এ্যালিপ্যান্ট রোড, গাউছিয়া মার্কেট এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করছিলেন, তখন গাউছিয়া মার্কেটের ভিতর থেকে ছাত্রলীগ-যুবলীগ নামধারী একদল সন্ত্রাসী বাম জোটের নেতাকর্মীদের উপর অতর্কিতে হামলা চালায়।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, আওয়ামী ফ্যাসিবাদী সরকার এতটাই গণবিচ্ছিন্ন যে, লিফলেট বিলির মতো নিরীহ শান্তিপূর্ণ কর্মসূচিকেও তারা ভয় পাচ্ছে। আগুন যেমন নিভে যাওয়ার আগে দপ করে জ্বলে ওঠে তেমনি আওয়ামী সন্ত্রাসীরা ভীত সন্ত্রস্ত হয়ে বিরোধী মত দমনে লিফলেট বিলির মত শান্তিপূর্ণ কর্মসূচিতেও দলীয় সন্ত্রাসী এবং পুলিশ লেলিয়ে দিয়েছে।
বাম জোটের প্রচার গণসংযোগ ও লিফলেট বিতরণের সময় সন্ত্রাসী হামলায় বাসদের সম্পাদক মন্ডলীর সদস্য নিখিল দাস, বাসদ নেতা আনোয়ার হোসেন, কমিউনিস্ট লীগের নেতা ইকবাল কবীর, আহত হয়েছেন।

গণসংযোগে উপস্থিত ছিলেন বাসদের সহকারী সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন, সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. ফজলুর রহমান, বিপ্লবী কমিউনিস্ট লীগের সম্পাদক মন্ডলীর সদস্য নজরুল ইসলাম, বাসদ (মার্কসাবদী) নেতা মানস নন্দী প্রমুখ।

নেতৃবৃন্দ অবিলম্বে বাম জোটের গণসংযোগে সন্ত্রাসী হামলার সাথে যুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

অপর এক বিবৃতিতে বাম জোটের নেতৃবৃন্দ আজ সকালে সেগুনবাগিচা স্কুলের সামনে গণতন্ত্র মঞ্চের শরীক দল বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মিছিলে আওয়ামী সন্ত্রাসীদের হামলা ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য আকবর খানসহ নেতৃবৃন্দকে আহত করার ঘটনারও তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এবং হামলাকারীদের শাস্তি দাবী করেন।

শেয়ার করুন