ডেস্ক রিপোর্ট
২৬ ডিসেম্বর ২০২৩, ৯:৪৪ অপরাহ্ণ
অধিকার ডেস্ক: রাজধানীর যাত্রাবাড়ীর চিটাগাং রোড কাজলা এলাকায় পিকআপের ধাক্কায় ইয়াছিন ওরফে বুলেট (১৯) নামে এক যুবক নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৫ ডিসেম্বর) সকাল সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে। পরে তার মরদেহ উদ্ধার করে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠায় পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) বজলুর রশিদ।
তিনি বলেন, সকাল সাড়ে সাতটার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে রক্তাক্ত অবস্থায় আমরা তাকে দেখতে পাই। এ ঘটনায় তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
তিনি আরও বলেন, তিনি আগে লেগুনায় হেলপার হিসেবে কাজ করতেন। পরে গতকাল তিনি সিটি কর্পোরেশনের গাড়ির টোল আদায় করার জন্য কাজে যোগ দেন। আর আজ সকালেই এ ঘটনা ঘটে।
নিহত বুলেট কদমতলী থানার ধনিয়া মসজিদ গলিতে থাকতেন। তার বাড়ি বরিশাল জেলার বিমানবন্দর থানা এলাকায়। এ ঘটনায় গাড়িটিকে আটক করা সম্ভব হয়নি। আমরা আশপাশের সিসি ফুটেজ দেখে ওই গাড়িটিকে আটক করার চেষ্টা করছি।