ডেস্ক রিপোর্ট

১৭ ডিসেম্বর ২০২৩, ১১:৩৪ অপরাহ্ণ

নির্বাচন কমিশন সরকারের হুকুম বরদারে পরিণত হয়েছে: গণতন্ত্র মঞ্চ

আপডেট টাইম : ডিসেম্বর ১৭, ২০২৩ ১১:৩৪ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক: সভা-সমাবেশে নিষেধাজ্ঞা ও নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ব্যবস্থা নিতে নির্বাচন কমিশন (ইসি) যে চিঠি দিয়েছে, তার সমালোচনা করে গণতন্ত্র মঞ্চ। তারা বলেছে, নির্বাচন কমিশন সরকারের হুকুম বরদারে পরিণত হয়েছে।

আজ রোববার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে গণতন্ত্র মঞ্চের নেতারা এসব কথা বলেন। তাঁরা বলেন, ইসি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যে চিঠি দিয়েছে, তা অসাংবিধানিক ও এখতিয়ারবহির্ভূত। মূলত সরকার ইসিকে ব্যবহার করে এই চিঠির ব্যবস্থা করেছে। চিঠি আসা মাত্রই তা কার্যকর করার জন্য উঠেপড়ে লেগেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

সরকার কণ্ঠ রোধ করে ও ভয় দেখিয়ে নির্বাচন করতে যাচ্ছে অভিযোগ করে গণতন্ত্র মঞ্চের নেতারা বলেন, সর্বাত্মক দমন-পীড়নের পর এখন সভা-সমাবেশও বন্ধ করার উদ্যোগ নিচ্ছে। এর মাধ্যমে সরকার নিজেরা সরাসরি ঘোষণা না করলেও কার্যত জরুরি অবস্থা জারি করেছে।

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সাধারণ সম্পাদক শহিদ উদ্দীন মাহমুদের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার প্রমুখ।

শেয়ার করুন