ডেস্ক রিপোর্ট
১৯ নভেম্বর ২০২৩, ৮:৪০ অপরাহ্ণ
অধিকার ডেস্ক: একতরফা তফসিল ঘোষণার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে রংপুরে বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ মিছিলে পুলিশের হামলা।
রংপুরে বামজোটের বিক্ষোভে পুলিশের হামলা একতরফা তফসিল ঘোষণার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে রংপুরে বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। সেই মিছিলে ন্যাক্কারজনক ভাবে হামলা করে পুলিশ। গত ১৫/১১/২০২২ ইং বুধবার এককভাবে প্রধান নির্বাচন কমিশন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। উক্ত ঘোষণার প্রেক্ষিতে বাম জোট তাৎক্ষনিক বিক্ষোভ মিছিল ও তার পরের দিন অর্ধদিবস হরতাল কর্মসুচীর ঘোষণা করে। কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে পরেরদিন সারাদেশের ন্যায় রংপুরেও হরতাল পালন করলে পুলিশ এলোপাতাড়ি হামলা করেন। এবং বাসদ রংপুর জেলার সমন্নয়ক কমরেড আব্দুল কুদ্দুসকে গ্রেফতার করেন।
রংপুরের ন্যায় সারাদেশে হরতালে হামলা এবং গ্রেফতারের প্রতিবাদে গতকাল (১৯/১১/২০২৩ ইং) সন্ধ্যায় শহরের প্রেসক্লাব থেকে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলটি প্রেসক্লাব থেকে শুরু হয়ে সালেক পাম্প দিয়ে জাহাজ কোম্পানি মোড়ে পৌছালে পিছন থেকে হামলা করে পুলিশ। এসময় নেতাকর্মীদের সাথে ধস্তাধস্তি এবং হামলার ঘটনা ঘটে।
হামলায়,বাসদ নেতা কমরেড আব্দুল কুদ্দুস, বাসদ (মার্কসবাদী) নেতা আহসানুল আরেফিন তিতু, সিপিবি নেতা রাতুজ্জামান রাতুল, কাফি সরকার, ছাত্র ইউনিয়ন নেতা মেহেদী হাসান, নাহিদ হাসান খন্দকার, নীরব সরকার সাম্য, আবীর ইয়ামান, ছাত্র ফ্রন্ট নেতা রিনা মুর্মূসহ আরও অনেক নেতাকর্মী আহত হয়। পরে একটি বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ এই অবৈধ সরকারের দ্রুত পদত্যাগ এবং সংসদ ভেঙে দিয়ে নিরপেক্ষ তদারকি সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান।