ডেস্ক রিপোর্ট

৯ নভেম্বর ২০২৩, ১০:৩৩ অপরাহ্ণ

১১ দফা দাবিতে আগামীকাল সিলেট কোর্টপয়েন্টে শ্রমিক সমাবেশ

আপডেট টাইম : নভেম্বর ৯, ২০২৩ ১০:৩৩ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক: আগামীকাল শুক্রবার বিকাল ৩ টায় সিলেট কোর্টপয়েন্টে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হবে। জাতীয় নুন্যতম মজুরি ২০ হাজার টাকা নির্ধারন, চা শ্রমিকদের স্বার্থ বিরোধী গেজেট বাতিল, চা শ্রমিকদের ভূমির অধিকার নিশ্চিৎ করা ও দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারন, জাতীয় পরিষেবা বিল ২০১৩ বাতিল এবং গার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি ২৫ হাজার ঘোষনা ও শ্রমিক হত্যার বিচার সহ ১১দফা দাবিতে আগামীকাল ১০ নভেম্বর রোজ শুক্রবার বিকাল ৩ টায় সিলেট কোর্ট পয়েন্টে জাতীয় শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদ সিলেট জেলার উদ্যোগে শ্রমিক সমাবেশ অনুষ্টিত হবে।

শ্রমিক সমাবেশে উপস্থিত থেকে বক্তব্য রাখবেন মনজুরুল আহসান খান, সমন্নয়ক, জাতীয় শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদ, কেন্দ্রীয় কমিটি, জহিরুল ইসলাম, সভাপতি, বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন, কেন্দ্রীয় কমিটি,শামীম ইমাম, সাধারণ সম্পাদক, জাতীয় শ্রমিক ফেডারেশন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি, হারুনার রশিদ ভূইয়া, আহবায়ক, শ্রমজীবী আন্দোলন,কেন্দ্রীয় কমিটি, এ.এ. এম. ফয়েজ হোসেন, সাধারণ সম্পাদক, বাংলাদেশ শ্রমিক ফেডারেশন, কেন্দ্রীয় কমিটি, আবদুল্লাহ ক্বাফী রতন, উপদেষ্টা, চা শ্রমিকদের ১০ দফা বাস্তবায়ন সংগ্রাম কমিটি, কেন্দ্রীয় কমিটি, অপু দাস গুপ্ত, আহবায়ক, গনতান্ত্রিক শ্রমিক আন্দোলন, কেন্দ্রীয় কমিটি, মীর মোফাজ্জল হোসেন মোস্তাক, সভাপতি, বিপ্লবী শ্রমিক সংহতি, কেন্দ্রীয় কমিটি, আলিফ দেওয়ান, সাংগঠনিক সম্পাদক, ট্রেড ইউনিয়ন ফেডারেশন – টাফ, কেন্দ্রীয় কমিটি, আঃ আলী, সভাপতি, শ্রমজীবী সংঘ, কেন্দ্রীয় কমিটি।

এছাড়াও স্থানীয় শ্রমিক নেতৃবৃন্দ সমাবেশে বক্তব্য রাখবেন।

শ্রমিক সমাবেশে সভাপতিত্ব করবেন বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক উজ্জ্বল রায়। আগামীকালকের শ্রমিক সমাবেশে উপস্থিত থেকে শ্রমিকদের অধিকার আদায়ের সংগ্রামকে বেগবান করুন।

শেয়ার করুন