ডেস্ক রিপোর্ট
১৬ ফেব্রুয়ারি ২০২৩, ৮:৫৮ অপরাহ্ণ
অধিকার ডেস্ক: গত ২১ জানুয়ারী ২০২৩ সালে নগরীর গ্র্যান্ড প্যালেস হোটেলে বাতি ফাউন্ডেশনের আয়োজনে নারী উদ্যোক্তা মেলার তৃতীয় দিনে বিশেষ অতিথি হয়ে উপস্থিত ছিলেন সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার জনাব নিরাজ কুমার জ্যাসওয়াল।
এসময় তিনি নারী উদ্যোক্তা মেলার প্রশংসা করেন।মেলায় ভারতীয় পণ্য আনায় ধন্যবাদ জানান ও আগামীতে আরো বেশী পণ্য আসবে আশাবাদ ব্যক্ত করে।নারী উদ্যোক্তাদের আরো এগিয়ে এসে এরকম আরো বেশী বেশী মেলা হবে আশা রাখেন।
এসময় উপস্থিত ছিলেন মিসেস নীতা জ্যাসোওয়াল,বাতি ফাউন্ডেশনের কর্ণধার শাহানা চৌধুরী,উদ্যোক্তা নীপা দাস,উদ্যোক্তা মাসুদ,সাংবাদিক উত্তম কাব্য,গ্র্যান্ড প্যালেস এর ম্যানেজার সহ আরো অনেকে।
গত বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) এই নারী উদ্যোক্তা মেলা শুরু হয়। নারী উদ্যোক্তা মেলা প্রতিদিনই জমজমাট ছিলো। প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত ক্রেতাদের উপচেপড়া ভিড় ছিল চোখে পড়ার মতো। মেলায় সকল শ্রেণি-পেশার মানুষদের সরব পদচারণা ছিল সকাল থেকে রাত পর্যন্ত। প্রায় ৪০টি প্রতিষ্ঠানের অংশগ্রহণে গত বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) থেকে শনিবার (২১ জানুয়ারি) প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত নারী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়। মেলার টাইটেল স্পন্সর হিসেবে কাজ করেছে A H Z ASSOCIATES। কো-স্পন্সর হিসেবে কাজ করেছে- নভেম ইকো রিসোর্ট, টিপটপ মার্ট, ফ্যান্টাসি সুইট ও ইপিএস।
‘বাতি ফাউন্ডেশন সিলেট-এর এক্সিকিউটিভ ফাউন্ডার শাহানা চৌধুরী জানান, তৃণমূল নারীদের স্বাবলম্বী ও আত্মনির্ভরশীল করতে এই মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।