ডেস্ক রিপোর্ট
২১ সেপ্টেম্বর ২০২১, ১:১৪ অপরাহ্ণ
অধিকার ডেস্ক :: গণতন্ত্র বিকাশে দেশের সব সাংবিধানিক প্রতিষ্ঠানের স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছে গণতান্ত্রিক বাম ঐক্য। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে সংগঠনটির আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ থেকে এ দাবি জানানো হয়।
সমাবেশে বক্তারা বলেন, স্বাধীনতার ৫০ বছর পরও দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়নি। দেশের সংবিধানে প্রধানমন্ত্রীকে একক ক্ষমতা দেওয়া হয়েছে। এর ফলে প্রধানমন্ত্রীর স্বৈরতান্ত্রিক চরিত্র অর্জিত হয়ে গেছে। এ অবস্থা থেকে মুক্তির জন্য সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে পূর্ণ স্বাধীনতা দিতে হবে।
তারা আরও বলেন, দুর্নীতি দমন কমিশনকে (দুদক) আইন দিয়ে স্বাধীন করে দিতে হবে। নির্বাচন কমিশনকে স্বাধীন করে দিতে হবে। বিচার বিভাগকে আইন মন্ত্রণালয়ে নিয়ন্ত্রণ থেকে মুক্ত করে দিতে হবে। জেলা বিচারপতিদের নিয়ন্ত্রণ হাইকোর্টের অধীনে ন্যস্ত করতে হবে। সব বিচারপতিদের নিয়োগ দেওয়ার জন্য সুপ্রীম কোর্টের নিয়ন্ত্রণে একটি নিয়োগ কমিটি গড়ে তুলতে হবে। জেলা আদালত থেকে উচ্চ আদালত পর্যন্ত সব বিচারপতিদের নিয়োগের জন্য সুপ্রীম কোর্টের বিচারপতিদের সমন্বয়ে নিয়োগ কমিটি করে নিয়োগ দান করতে হবে।
বক্তারা বলেন, দুদক, নির্বাচন কমিশন, বিচার বিভাগে সব ধরনের কর্মচারী কর্মকর্তাদের স্বাধীনভাবে নিয়োগ দেওয়ার ক্ষমতা দিতে হবে। এই নিয়োগ প্রক্রিয়া গড়ে তোলার জন্য আইন থাকতে হবে। দেশে গণতন্ত্র বিকাশের জন্য স্বাধীন গণমাধ্যম থাকতে হবে। বেতার, টেলিভিশন, খবরের কাগজ, সোশ্যাল মিডিয়ার স্বাধীনতা থাকতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য আন্দোলনরত সব রাজনৈতিক দলের সমন্বয়ে সরকার গড়ে তুলে জাতীয় সংসদ নির্বাচনের ব্যবস্থা করতে হবে।
সমাবেশে উপস্থিত ছিলেন গণতান্ত্রিক বাম ঐক্যের সমন্বয়ক ও বাংলাদেশের সাম্যবাদী দল (এম-এল) সাধারণ সম্পাদক হারুন চৌধুরী, সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক সামছুল আলম, সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির আহ্বায়ক আবুল কালাম আজাদ, পিডিবির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুন অর রশীদ খান, সমাজতান্ত্রিক মজদুর পার্টির ভারপ্রাপ্ত সভাপতি আলী হোসেন, সাবেক ছাত্রনেতা বিধান দাস প্রমুখ।