ডেস্ক রিপোর্ট

১৪ জুলাই ২০২১, ১:৪২ অপরাহ্ণ

মোংলায় ব্রিজ ভেঙে খালে, দুর্ভোগে এলাকাবাসী

আপডেট টাইম : জুলাই ১৪, ২০২১ ১:৪২ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: মোংলায় একটি ব্রিজ ভেঙে খালের মধ্যে পড়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার মিঠাখালী ইউনিয়নের ঠোটারডাঙ্গা গ্রামের তালপট্টি নামক এ ব্রিজটি ভেঙে পড়ে।

ব্রিজটি ভেঙে পড়ায় ওই এলাকার অন্তত ৫’শ মানুষ চরম দুর্ভোগে পড়েছেন।

ব্রিজটি মিঠাখালী ইউনিয়নের ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের মাঝখানে অবস্থিত। এটি দিয়ে ওই দুই ওয়ার্ডের লোকজন যাতায়াত করে থাকেন। তাদের যাতায়াত ও যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। তাই বিকল্প পথে বাড়তি কয়েক কিলোমিটার পথে ঘুরে চলাচল করতে হচ্ছে।

ওই এলাকার বেশ সংখ্যক নারী ও পুরুষ ইপিজেড ও পোর্টসহ বিভিন্ন কলকারখানায় চাকরি করেন। তাদেরকে পড়তে হয়েছে সীমাহীন দুর্ভোগে। তাই দ্রুত ব্রিজটি মেরামত কিংবা নতুন করে করার দাবি জানিয়েছেন ভুক্তভোগী গ্রামবাসী।

মিঠাখালী ইউপি চেয়ারম্যান মো. ইস্রাফিল হাওলাদার বলেন, বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে (এলজিআরডি) জানানো হয়েছে। এছাড়া ওখান দিয়ে আপাতত যাতায়াতের জন্য বাঁশ দিয়ে চার দেয়ার ব্যবস্থা করা হবে বলে জানান তিনি।

শেয়ার করুন