ডেস্ক রিপোর্ট

২৭ এপ্রিল ২০২১, ৩:০০ অপরাহ্ণ

অবশেষে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন রফতানি করছে যুক্তরাষ্ট্র

আপডেট টাইম : এপ্রিল ২৭, ২০২১ ৩:০০ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: যুক্তরাষ্ট্রের এখতিয়ারে থাকা অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত করোনার টিকার ছয় কোটি ডোজ বিশ্বের বিভিন্ন দেশে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বাইডেন প্রশাসন। অন্য দেশগুলো যখন টিকার জন্য হাহাকার করছে, তখন যুক্তরাষ্ট্র টিকা মজুদ করে রেখেছে—এমন সমালোচনার মুখে এ সিদ্ধান্ত জানানো হলো।

সোমবার হোয়াইট হাউসের কোভিড-১৯ বিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা অ্যান্ডি স্লাভিট টুইট বার্তায় এ কথা জানিয়েছেন। বলেছেন, যুক্তরাষ্ট্র প্রাপ্যতার ভিত্তিতে অন্যান্য দেশগুলোয় ৬ কোটি ডোজ অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত করোনার টিকা ছাড় করবে।

যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন এফডিএ এখন পর্যন্ত ফাইজার-বায়োএনটেক, মডার্না ও জনসন অ্যান্ড জনসন উদ্ভাবিত টিকার অনুমোদন দিয়েছে। আগাম ক্রয়ের কারণে অ্যাস্ট্রাজেনেকার টিকার যথেষ্ট মজুত যুক্তরাষ্ট্রে থাকলেও দেশটির নিয়ন্ত্রক সংস্থা এখন পর্যন্ত টিকাটি ব্যবহারে অনুমোদন দেয়নি।

বিশ্বের বিভিন্ন দেশ যখন টিকার জন্য হাহাকার করছে, তখন অ্যাস্ট্রাজেনেকার টিকা ফেলে রাখার কারণে সমালোচনার মুখে রয়েছে যুক্তরাষ্ট্র সরকার। এমন প্রেক্ষাপটে পরবর্তী কয়েক মাসের মধ্যে এসব টিকা ছাড় করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। এজন্য খাদ্য এবং ওষুধ প্রশাসনের (এফডিএ) ছাড়পত্র প্রয়োজন হবে।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি করোনার টিকা ছাড় করার এ উদ্যোগের বিষয়টি নিশ্চিত করেছেন। বলেছেন, আগামী কয়েক সপ্তাহে রফতানির জন্য এক কোটি ডোজ যুক্তরাষ্ট্রের হাতে আসার কথা রয়েছে। আরও ৫ কোটি ডোজ উৎপাদনের কাজ চলছে যা মে এবং জুন মাসের মধ্যে পাওয়া যাবে।

ভ্যাকসিনগুলো কী প্রক্রিয়ায় কাদের কাছে পাঠানো হবে সে বিষয়ে অবশ্য এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি বাইডেন প্রশাসন। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি বলেন, আমাদের মিত্র এবং অবশ্যই সরাসরি সম্পর্ক রয়েছে এমন দেশগুলোর ভেতর থেকে আমরা বেছে নেব।

এদিকে হোয়াইট হাউসের কোভিড-১৯ বিষয়ক সমন্বয়ক জেফ জিয়েন্টস জানিয়েছেন, ছাড় করার জন্য এক কোটি ডোজ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা প্রস্তুত রয়েছে। এফডিএ অনুমতি দিলেই ছাড় করার প্রক্রিয়া শুরু করা হবে। এজন্য কয়েক সপ্তাহ সময় লাগতে পারে।

গত মার্চে জো বাইডেন প্রশাসন জানিয়েছিল, কানাডা ও মেক্সিকোয় ৪০ লাখ ডোজ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত করোনার টিকা পাঠাবে ওয়াশিংটন।

শেয়ার করুন